জুমবাংলা ডেস্ক : সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা এ বি এম তালেব আলী- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Advertisement
আজ মঙ্গলবার (৭মে) প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতির পিতার ঘনিষ্ঠ সহচর ও আমাদের মহান মুক্তিযুদ্ধের এই সংগঠকের মৃত্যুতে শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন দক্ষ সংগঠক এবং নিবেদিত প্রাণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালাম।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।