বিনোদন ডেস্ক:জন্মদিনের কয়েকদিন পার না হতেই বিতর্কের মুখে শাহরুখ খান। গল্প চুরির অভিযোগ উঠেছে শাহরুখের ‘জওয়ান’ ছবির বিরুদ্ধে। দক্ষিণী প্রযোজক মানিকম নারায়নণ, তামিল সিনেমার প্রযোজকদের কাউন্সিলে এই চুরির অভিযোগ জানিয়েছেন। তার দাবি, তামিল ছবি ‘পেরারাসু’র গল্প নকল করেছে শাহরুখ খান-অভিনীত ‘জওয়ান’।
প্রায় বছর চারেক লম্বা বিরতির পর আগামী বছর বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান। পর পর তিনটি ছবি ‘পাঠান’, ‘জাওয়ান’ এবং ‘ডানকি’র নাম আগেই ঘোষণা করেছেন। এবার ছবিগুলো মুক্তির অপেক্ষা।
‘জওয়ান’ সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলি। ইতিমধ্যেই দফায় দফায় ছবির শ্যুটিং সেরেছেন এসআরকে।
ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মতো তামিল ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকারা। সূত্রের খবর, ছবিতে অভিনেতা বিজয় ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে।
তবে মানিকম নারায়নণ অভিযোগপত্রে জানিয়েছেন, শাহরুখের এই ছবিটি বিজয়কান্ত অভিনীত তামিল ছবি ‘পেরারাসু’র নকল। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘পেরারাসু’। তিনি আরও দাবি করেছেন, ‘পেরারাসু’ ছবির সত্ত্ব তার কাছেই রয়েছে।
উল্লেখ্য, ‘পেরারাসু’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন বিজকান্ত। এদিকে ‘জওয়ান’ ছবিতেও দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে, তবে নির্মাতারা এখনও বিষয়টি নিশ্চিত করেননি।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল পরিচালক অ্যাটলি। কিন্তু অতীতেও ছবির গল্প চুরির মতো অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। মানিকমের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে তামিল ফিল্ম প্রোডিউসারস কাউন্সিল (TFPC)। সংস্থাটি জানিয়েছে, ৭ নভেম্বরের পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু করবে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।