মুক্তির প্রথমদিনেই অনলাইনে যেসব সাইটে ফাঁস শাহরুখের ‘পাঠান’
বিনোদন ডেস্ক: নানা আলোচনা-সমালোচনার মধ্যেই অবশেষে ভারতে মুক্তি পেল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা। মুক্তির আগে সিনেমাটি নিয়ে যে ভয় ছিল সেটাই হলো।! শত নিরাপত্তা থাকার পরও অনলাইনে ফাঁস হয়ে গেল অভিনেতার কামব্যাক সিনেমা।
সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি ওয়েবসাইটে ‘পাঠান’ এর পাইরেটেড ভার্সন পাওয়া যাচ্ছে।
টিভি নাইনের খবর বলছে, পাঠান বিশ্বের একশ দেশে মুক্তি পেয়েছে। প্রথম দিনের জন্য ৫ লাখ টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যেও এই সিনেমা কিছু পাইরেটেড সাইটে ফাঁস হয়েছে। ফিল্মিজিলা, ফিল্মিফোরওয়্যাপের মতো সাইটে পাওয়া যাচ্ছে সিনেমাটি।
এদিকে ২০১৮ সালে শাহরুখ অভিনীত ‘জিরো’ সিনেমা মুক্তি পায়। এটি বক্স অফিসে সাড়া ফেলতে না পারায় বড় পর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন নায়ক। এতে ভক্তদের মন ভেঙেছিল। এবার পাঠান নিয়ে ফেরায় সেই অপেক্ষার অবসান হয়। সিনেমা মুক্তির দিন নির্ধারণ হওয়ার পর থেকেই উন্মাদনা শুরু হয়।
এর আগে শাহরুখ-দীপিকার ‘বেশরম রং’ গান প্রকাশ হতেই বিতর্কের মুখে পড়ে সিনেমাটি। কেননা, গানটিতে সোনালি বিকিনিতে সাইড পোজ দিয়েছিলেন অভিনেত্রী। এছাড়া তার ‘উত্তেজক’ পোশাক নিয়েও চারপাশে হইচই শুরু হয়েছিল। সমাজে খারাপ প্রভাব পড়বে বলে বয়কটের দাবিও তোলা হয়েছিল সোশ্যালে। তবে সব বিতর্ক ছাপিয়ে মুক্তি পেলেও অনলাইনে ফাঁস হওয়ায় সফলতা নিয়ে বিপাকে এখন ‘পাঠান’।
মৃত্যুর আগে সঞ্জয় দত্তের নামে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে গেলেন ভক্ত!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।