Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home মুক্তি মিললেও মিলছে না মুক্তির পথ!
    আন্তর্জাতিক ওপার বাংলা জাতীয় মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

    মুক্তি মিললেও মিলছে না মুক্তির পথ!

    জুমবাংলা নিউজ ডেস্কOctober 12, 2019Updated:October 12, 20193 Mins Read
    Advertisement

    পতিজুমবাংলা ডেস্ক: সঙ্গীত শিল্পী হিসেবে চাকরি দেয়ার কথা বলে ১৫ বছর বয়সে প্রিয়াকে ভারতে পাচার করে দেন তার এক আত্মীয়৷ এরপর সেখানে যৌন ব্যবসায় জড়াতে বাধ্য করা তাকে৷ খবর ডয়চে ভেলের।

    পশ্চিমবঙ্গের একটি পতিতালয় থেকে কয়েক দফা পালানোর চেষ্টা করেও পালাতে পারেননি প্রিয়া৷ ভাগ্যের জেরে এক পুলিশি অভিযানে অনেকের সঙ্গে পতিতালয় থেকে উদ্ধার পেয়েছেন তিনি৷ কিন্তু আমলাতান্ত্রিক জটিল প্রক্রিয়ার কারণে তিন বছরেও দেশে ফেরার প্রহর শেষ হচ্ছে না তার৷

    বর্তমানে ২৪ বছর বয়সি প্রিয়া পশ্চিমবঙ্গের একটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন৷ তার সঙ্গে আরো ১৮০ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছিল৷ তবে ভারত ও বাংলাদেশের জটিল ও দীর্ঘ আমলাতান্ত্রিত প্রক্রিয়ার কারণে প্রিয়ার মত অনেকে এখনো দেশে ফেরার ছাড়পত্র পাননি৷ যারা দেশে ফিরেছেন তাদেরও লেগে গেছে কয়েক বছর৷

    ‘‘আমি আর কত দিন অপেক্ষা করব?” নিজের প্রকৃত নাম, পরিচয় গোপন করে পতিতালয়ে পাওয়া নাম জানিয়ে বলেন প্রিয়া৷ আশ্রয়কেন্দ্রে নিজের কক্ষে বসে তিনি বলেন, ‘‘তারা আমার কাছে ফেরার দিন জানতে চাইলে আমি বলবো, আমি আর যাব না৷”

    থমসন রয়টার্স ফাউন্ডেশনের এক বিশ্লেষণ বলছে, দেশে ফিরতে ইচ্ছুক এমন ভুক্তভোগীবাকর্মী, বিচারক, সীমান্তরক্ষী বাহিনী, উভয় দেশের আমলাদের অনুমোদন নেওয়াসহ প্রায় ১৫টি ধাপ পার করতে হয়৷৷ এসব প্রক্রিয়া শেষে মেলে দেশে ফেরার অনুমতিপত্র৷

    ভারত-বাংলাদেশ দুই দেশই পাচার হওয়াদের প্রত্যাবাসন প্রক্রিয়া তরান্বিত করার চেষ্টা করলেও এখনও তাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়৷

    থমসন রয়টার্স ফাউন্ডেশন বলছে, এর ফলে বাড়ি ফিরে নতুন করে জীবন শুরুর প্রচেষ্টা ব্যর্থ হতে পারে এবং তারা আবারো পাচারের ঝুঁকিতে পড়তে পারেন৷

    বাংলাদেশে থেকে যারা পাচার হয়ে যান তাদের নিয়ে কাজ করে জাস্টিস অ্যান্ড কেয়ার৷ এই সংস্থাটির তরিকুল ইসলাম বলেন, “আশ্রয়কেন্দ্রে বাস করা … বেদনাদায়ক হতে পারে৷ যখন তারা দুই বছর বা তারও বেশি সময় পর ফিরে আসে, তখন পরিবর্তনগুলোর সঙ্গে সামঞ্জস্য করা তাদের জন্য কষ্ট হয়ে যায়৷”

    বাংলাদেশে অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে যৌনপল্লীতে হাজির হন মেয়েরা৷ প্রত্যন্ত অঞ্চলের অতিদরিদ্র্য পরিবারের সদস্যরা কখনো কখনো অর্থের লোভে মেয়েদের বিক্রি করে দেন বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক বার্তাসংস্থা৷ এছাড়া ভালোবাসার ফাঁদে ফেলে কিংবা বিদেশ যাওয়ার লোভ দেখিয়েও মেয়েদের যৌনপল্লীতে আনা হয়৷

    ‘‘কেউ বাড়ি ফেরার পরেও পাচারকারীরা তাদের খোঁজ রাখে৷ যখন দেখে যে, দেশে ফিরেও সে কোনো কাজ পাচ্ছে না বা মানিয়ে নিতে পারছে না তখন সে আবার তাকে পাচারের লক্ষ্যবস্তুতে পরিণত করে৷”

    প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার হওয়া নারীদের বেশিরভাগই পতিতাবৃত্তিতে নিয়োজিত হয়৷ তবে এ নিয়ে সরকারি তথ্য নেই৷

    গত আট বছরে ভারত থেকে এক হাজার ৭৫০ জন পাচার হওয়া নারীকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ৷ এদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে পাচার হয়েছিল৷

    প্রত্যাবাসনের গতি বাড়াতে ২০১৫ সালে ভারত ও বাংলাদেশ একটি সমঝোতায় আসে৷ এটি কার্যকর করতে উভয় দেশ শিগগিরই একটি চুক্তি করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন৷

    বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফেরদৌসী আক্তার বলেন, প্রত্যাবাসান প্রক্রিয়া শেষ করতে ১৮ থেকে ২২ মাস সময় লাগে৷ তবে বিভিন্ন সংস্থাগুলো বলছে, এই প্রক্রিয়া শেষ করতে ছয় পর্যন্ত লেগে যায়৷

    ফেরদৌসী বলেন, ‘‘ভুক্তভোগীকে ভারত থেকে প্রত্যাবাসনের জন্য অনেক স্তরের মধ্য দিয়ে যেতে হয়৷ আমরা এই স্তরগুলো কমিয়ে আনতে আলোচনা করছি৷ …ক্ষতিগ্রস্থরা অবশ্যই দ্রুততম সময়ে ফিরতে পারবেন৷”

    ঢাকার উপকণ্ঠে বসবাসকারী বাসিরন জানান, তার দুই মেয়ে নিখোঁজ হওয়ার এক বছর পর ভারতের একটি পতিতালয়ে তাদের সন্ধান মেলে৷

    ৪৭ বছর বয়সি এই নারী বলেন, “আমি যখন এই সংবাদটি শুনলাম তখন আমি আর্তনাদ করেছিলাম, আমার মনে হয়েছিল আমার বুক ফেটে যাচ্ছে৷”

    তার মেয়েদের বয়স এখন ১৬ ও ১৭ বছর জানিয়ে বাসিরন বলেন, ২০১৭ সালে তাদের পশ্চিমবঙ্গের একটি পতিতালয় থেকে উদ্ধার করা হয়৷ সেখানে তাদের একটি ঘরে রাখা হত, মারধর করা হত, জোর করে নেশা করিয়ে ধর্ষণ করা হত৷

    দুই বছর পরেও এই দুই নারী বাড়ি ফেরার অপেক্ষা করছে৷ কবে তাদের সেই অপেক্ষার প্রহর শেষ হবে নিশ্চিত করে কেউ বলতে পারছে না৷

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    GK Shamim

    ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জিকে শামীম

    August 7, 2025
    EC

    ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল

    August 7, 2025
    vadi

    এবার নিজেদের শীর্ষ এক পরমাণু বিজ্ঞানীকেই ফাঁসিতে ঝোলাল ইরান

    August 7, 2025
    সর্বশেষ খবর
    How-Does-an-Optical-Illusion-Work

    Optical illusion কিভাবে মস্তিষ্কের কার্যকলাপে প্রভাব ফেলে

    Primary

    প্রাথমিকের শিক্ষকদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা

    nintendo indie world games

    All the Indie Magic Unleashed: Nintendo’s August Indie World Showcase

    গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা

    Lava

    ২০২৫ সালে সেরা Lava স্মার্টফোন : বাজেটের মধ্যে সেরা ৫টি মডেল

    hritik

    হৃতিকের ছেলেকে পাপারাজ্জিদের তাড়া, ভিডিও ভাইরাল

    bangladesh-women-football

    ফিফার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২৪ ধাপ উন্নতি

    GK Shamim

    ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জিকে শামীম

    rituparna-sengupta

    প্রতি রাতে কান্না পায় : ঋতুপর্ণা

    aima

    বিয়ের পিঁড়িতে পাকিস্তানি গায়িকা আইমা বেগ

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.