জুমবাংলা ডেস্ক : মুদি দোকানিকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবি করার অভিযোগে তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
রবিবার রাতে তাদের নগরীর মেডিকেল ১ নং গেট এলাকা হতে গ্রেফতার ও অপহৃত দোকানিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম এলাকার আব্দুল জব্বারের ছেলে মো. আব্দুল মাজেদ (৫৫) পেশায় মুদি দোকানদার। শনিবার রাত ৮টার দিকে অপহরণকারী সিয়াম কৌশলে আব্দুল মাজেদকে মোটরসাইকেলযোগে অপহরণ করে রংপুর শহরের অজ্ঞাতস্থানে আটকে রেখে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। চাদাঁর টাকা দিতে অস্বীকার করলে অপহরণকারীরা ভয়ভীতি দেখালে দোকানি অপহরণকারীদের মোবাইল থেকে তার ছেলেকে ফোন করে বিকাশে-রকেটে যত টাকা আসে দ্রুত টাকা পাঠাতে বলে। ছেলে বাবার জীবন বাঁচানোর তাগিতে ৪ হাজার টাকা পাঠায়। তারপরও আসামিরা ভিকটিমকে ছেড়ে না দিলে ছেলে কোতয়ালি থানায় সংবাদ দিলে থানা পুলিশ রোববার গভীর রাতে রংপুর মেডিকেলের ১ নং গেটের সামনে থেকে অহৃতকে উদ্ধার করে। সেইসঙ্গে অপহরণকারী সিয়াম, মো. ফজলে রাব্বি, মো. মমিনুল ইসলামকে গ্রেফতার করে।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুক্তাকী ইবনু মিনান জানান, এ ঘটনায় অপহৃত ব্যক্তির ছেলে একটি মামলা করেছে। তিন অপহরণকারীকে গ্রেফতার নগদ ৪ হাজার টাকা ও অহরণ কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।