আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার মুদ্রাস্ফীতির রিপোর্ট প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রত্যাশিতের তুলনায় বেশি হারে মুদ্রাস্ফীতির প্রভাব পড়ে শেয়ার বাজারে। এক ধাক্কায় নেট ওয়ার্থে ধস নামে বেশ কয়েকজন ধনকুবেরের।
তাঁদের মধ্যে আছেন আমাজন কর্তা জেফ বেজোসও। এক লাফে তাঁর মোট সম্পদের পরিমাণ ৯.৮ বিলিয়ন মার্কিন ডলার কমে যায়। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮০,০০০ কোটি টাকা। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স এমনটাই বলছে।
বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের সম্পদের পরিমাণও ৮.৪ বিলিয়ন ডলার (প্রায় ৭০,০০০ কোটি টাকা) কমেছে।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী মার্ক জুকারবার্গ, ল্যারি পেজ, সের্গেই ব্রিন এবং স্টিভ বালমারের নেট ওয়ার্থ ৪ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হ্রাস পেয়েছে।
ওয়ারেন বাফেট এবং বিল গেটসের মতো দীর্ঘকালীন ধনকুবেরও যথাক্রমে ৩.৪ বিলিয়ন এবং ২.৮ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছেন।
ইউএস কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) জুলাইয়ের তুলনায় ০.১% বেড়েছে। এক বছর আগের তুলনায়, দাম ৮.৩% বেড়েছে।
মুকেশ আম্বানির যদিও এদিন ৯৭৭৫ কোটি টাকার লাভ হয়েছে। দিওয়ালির সময়ই আম্বানির ৫জি নেটওয়ার্ক আসার কথা আছে।
অন্যদিকে বিশ্বের তৃতীয় ধনী মানুষ গৌতম আদানির এদিন মোট লাভ হয় ১২,৫৫৬ কোটি টাকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।