জুমবাংলা ডেস্ক: মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার পুরায় শুক্রবার রাত সাড়ে তিনটায় প্রাইভেটকার খাদে পড়ে সাইফুল ইসলাম জিসান ও ফাহিম নামে দুই কিশোর নিহত এবং জিহাদ নামে আরেক কিশোর আহত হয়েছে।
টহল পুলিশ তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার জিসান ও ফাহিমকে মৃত ঘোষণা করেন ।
মৃত জিসান এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল । মৃত ফাহিমএবং আহত জিহাদ মুন্সীগঞ্জ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল । তাদের সবার বাড়ি সদর উপজেলার চর কেওয়ার গ্রামে ।
টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, রাত ৩ট সাড়ে টায় তিনবন্ধু সদর উপজেলার মুন্সীরহাট থেকে জিসানের দুলাভাইয়ের গাড়ি নিযে ঘুরতে বের হয়। এরপর তারা টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড়-আলদি বাজার সড়কের পুরাবাজরের দিকে যায়। পুরাবাজার একটি ব্রিজের কাজ চলছিল। ব্রিজটি অস্মপূর্ণ ছিল। পাশে একটি বাইস সড়ক ছিল।যা এ তিন বন্ধু বুঝতে পারেনি। তারা বাইপাস সড়ক দিয়ে না গিয়ে অসম্পূর্ণ ব্রিজে উঠে যায়। এবং ব্রিজ থেকে গভীর খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও বলেন গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে নিহত সাইফুল ইসলাম জিসান ও ফাহিমের পরিবারের বুক ফাটা আর্তনাদ থামছেই না। জিসানের বোন ফাহিমা আক্তার রুপা জানান, তার গাড়ি নিয়েই দুই বন্ধুসহ গভীর রাতে ঘুরতে বের হয় জিসান। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।