মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় আজ সোমবার মদিনা ডাইং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরিতে বকেয়া বেতনের দাবিতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করেছেন শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করে।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ কবীর হোসেন খান বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে মদিনা ডাইং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরির সামনে দুই শতাধিক শ্রমিক জড়ো হয়। এ সময় বেতনের দাবিতে শ্রমিকরা শ্লোগান দেয়, ফ্যাক্টরির জানালার কাঁচ ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
মদিনা ডাইং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরির চেয়ারম্যান ইমরান খান বলেন, ফ্যাক্টরিতে শ্রমিকরা জড়ো হয়ে প্রথমে স্লোগান দেয়, পরে ভাংচুর করে। আগামী তিন দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলে তারা শান্ত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।