মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
ফেরি ও ট্রলারে করে হাজারো যাত্রী পদ্মা পাড়ি দিয়ে আসতে শুরু করেছে শিমুলিয়াঘাটে। আর ট্রলারযোগে আসা যাত্রীদের নামানো হচ্ছে শিমুলিয়ার পদ্মার চরে।
উপজেলার মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে রো-রো ফেরি শাহ পরান ও ডাম্প ফেরি রামশিং কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়াঘাটে এসে নোঙর করে। ফেরি দু’টিতে অনুমান পাঁচ সহশ্রাধিক যাত্রী ছিল। আর এদের অধিকাংশই ঢাকামুখী গার্মেন্টস কর্মী।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, অনেকক্ষণ পর পর ফেরি আসছে। যানবাহন তেমন নেই। তবে যাত্রীরা ছুটে আসছেন। এদের বেশীর ভাগ গার্মেন্টস কর্মী। তবে ফেরির চেয়ে ট্রলারে করে বেশি শ্রমিক আসছেন। শ্রমিক বোঝাই করে ট্রলারগুলো ঘাটের বাইরে পদ্মার চরে নোঙর করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।