আন্তর্জাতিক ডেস্ক : তিন দশক ধরে অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের মহারাষ্ট্রের নাভি মুম্বাইয়ে তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) কর্মকর্তারা। বৃহস্পতিবার (৩ আগস্ট) দেশটির পুলিশের বরাতে পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
খারঘর থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নাভি মুম্বাইয়ের এটিএসের একটি দল বুধবার (২ আগস্ট) খারঘরের ওভেগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জনকে গ্রেফতার করেছে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ওই তিন ব্যক্তি ভারতে ভ্রমণ এবং এখানে বসবাসের কোনো বৈধ নথি দেখাতে পারেননি। তারা জীবিকা নির্বাহের জন্য স্থানীয়ভাবে কাজ করেছিলেন বলে জানিয়েছেন।
থানায় দায়ের করা এফআইয়ের বরাতে পুলিশ কর্মকর্তা বলেন, তাদের মধ্যে দুজন প্রায় ৩০ বছর আগে তাদের বাবা-মায়ের সাথে ভারতে যান। এরপর মুম্বাইয়ের বসবাস শুরু করেন।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার তিন বাংলাদেশি হলেন কামাল আহমেদ খান (৩৬), আলিম ইউনুস শেখ (৪০) এবং বাদল মঈনুদ্দিন খান (৩৮)।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধিমালা, ১৯৫০ এবং বিদেশি আইন, ১৯৪৬-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।