আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে দুইজন রোগী মারা গেছেন। এ ঘটনায় সরিয়ে নেওয়া হয়েছে আরও ৭০ রোগীকে। কোভিড-১৯ স্পেশাল ওই হাসপাতালটি একটি শপিংমলের ভেতরে অবস্থিত। খবর ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু’র।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দিবাগত রাতে মুম্বাইয়ের ভান্ডুপ নামক স্থানে অবস্থিত ড্রিমস মল সানরাইজ হাসপাতালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালটিতে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত ভবনটি মোট পাঁচতলা এবং এর চতুর্থ তলায় হাসপাতালটি অবস্থিত। সেখানে চিকিৎসার জন্য অনেক করোনা রোগী অবস্থান করছিলেন।
গত কয়েকদিন ধরে মুম্বাইয়ে করোনায় সংক্রমিত মানুষ শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বৃহস্পতিবারও শহরটিতে নতুন করে সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। করোনা মহামারি শুরুর পর থেকে দৈনিক হিসেবে যা সর্বোচ্চ।
পুলিশ বলছে, হাসপাতালে আগুন লেগে দুই রোগী মারা গেছে। তবে বিএমসি নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তারা একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হতে পেরেছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলেও জানায় তারা।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি গাড়ি, ১৫টি পানির ট্যাংকারসহ অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। শুক্রবার সকালেও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছিল।
দুর্ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার। এসময় শপিংমলের মধ্যে হাসপাতালের কার্যক্রম চলায় বিস্ময় প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘কোনো শপিংমলের মধ্যে যে হাসপাতাল থাকতে পারে, সেটা আমি প্রথম দেখলাম। অনিয়মের মাধ্যমে এখানে হাসপাতাল গড়ে তোলা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।