গত ২৪ ঘণ্টায় ভারতের মুম্বাই ও মহারাষ্ট্র রাজ্যে বৃষ্টিপাত ও বন্যাজনিত দুর্যোগের জেরে ৬ জন প্রাণ হারিয়েছেন। মহারাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকাশিত তথ্য অনুসারে বুধবার এই খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই এবং মহারাষ্ট্রের একাধিক জেলা। মঙ্গলবারে বৃষ্টিতে বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে।
মৃত্যু হয়েছে একাধিক মানুষের। বন্যা পরিস্থিতির জেরে নিখোঁজ হয়েছেন অনেকে। তবে ভারী বৃষ্টির জেরে তা ব্যাহত হচ্ছে।
এছাড়া বন্যার মতো পরিস্থিতিতে মহারাষ্ট্রের নান্দেড় জেলায় ৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৮টি দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) ৬টি দল মোতায়েন রয়েছে। এসডিআরএফ নান্দেড় জেলার মুখেদ তালুক থেকে এখন পর্যন্ত ২৯৩ জনকে উদ্ধার করেছে। বাকি নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে।
গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির জেরে মহারাষ্ট্রের বিড জেলায় ১ জন মারা গিয়েছেন। মুম্বাইতে ১ জন মারা গিয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন। নান্দেড় জেলায় ৪ জন নিহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন। মুম্বাইসহ মহারাষ্ট্রের উপকূলীয় জেলাগুলোর বহু জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।