হাজারো আলোচনা-সমালোচনা উপেক্ষা করে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন করে ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মূলত ভারতের উত্তর প্রদেশের মূল ‘বাবরি মসজিদ’ ভাঙার দিনটিকে স্মরণ করেই এমন আয়োজন।

শনিবার (৬ ডিসেম্বর) মুর্শিদাবাদের বেলডাঙায় নির্মিত হতে যাওয়া এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। খবর – টাইমস অব ইন্ডিয়া
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিপুল জনসমাগম হয়েছে মুর্শিদাবাদের ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে। মদিনা থেকে এসেছেন দুইজন মৌলবী। এছাড়া এ আয়োজন ঘিরে রাজ্য সরকারও নিয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
জানা গেছে, বাবরি মসজিদ নির্মাণের মোট বাজেট ৩০০ কোটি। এরমধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে খরচ হয়েছে প্রায় কোটি টাকা।
খবরে বলা হয়, অনুষ্ঠানে উপস্থিত সবার রান্নার দায়িত্বে ছিল ৭টি ক্যাটারিং সংস্থা, যাদের খাবারের তালিকায় ছিল শাহী বিরিয়ানি। ৪০ হাজার অতিথির জন্য বিরিয়ানির প্যাকেট এবং এলাকাবাসীর জন্য আরও ২০ হাজার প্যাকেট বিরিয়ানির ব্যবস্থা করা হয়। শুধু খাবারের ব্যবস্থাতেই খরচ হয় প্রায় ৩০ লাখ টাকা। সভামঞ্চ ও অন্যান্য খরচও ৬০-৭০ লাখ টাকা পার হয়েছে। ৪০০ অতিথির বসার জন্য ১৫০ ফিট দীর্ঘ মঞ্চ তৈরিতে খরচ পড়েছে আরও ১০ লাখ টাকা। এছাড়া বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপনের অনুষ্ঠানে প্রায় ৩ হাজার ভলান্টিয়ার কাজ করছে।
বহিষ্কৃত বিধায়ক ও এ মসজিদ স্থাপনের নেতৃত্ব দেওয়া হুমায়ুন কবীর বলেন, ‘আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। হাইকোর্ট বলে দিয়েছে, হুমায়ুন কবীর কোনো অসাংবিধানিক কাজ করেনি। বাবরি মসজিদ হবে হবে হবে। কেউ আটকাতে পারবে না। এটা মুসলমানের সম্মানের লড়াই। শুধু মসজিদ নয়, হাসপাতাল, স্কুল, হেলিপ্যাড, পার্ক, হোটেল সব হবে বাবরিকে ঘিরে। মোট বাজেট ৩০০ কোটি। আমরা বাবরি মসজিদ করার উদ্যোগ নিতেই একদল রাম মন্দির বানাতে গেল। আমরা বাধা দিইনি।’
হুমায়ুন কবীর জানান, ২৫ বিঘা জায়গার এ মসজিদ কমপ্লেক্সের মধ্যে হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে। পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হয়, মুর্শিদাবাদসহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবেন।
উল্লেখ্য, ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভাঙা হয়েছিল ষোড়শ শতাব্দীর ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। এর প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা ভারতবর্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



