স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশ। অবশেষ গতকাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের স্বাদ পেল বাংলাদেশ দল।
আর বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ের নায়ক ছিলেন মুশফিকুর রহিম। যিনি ৪৩ বলে ৬০ রানের অপরাজিত এক ইনিংস খেলেন। মুশফিকের ব্যাটিং দেখে মুগ্ধ ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ।
তিনি মুশফিককে ভারতের সাবেক ও ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছেন।
এ প্রসঙ্গে শেবাগ বলেন, ‘মুশফিকুর রহিমের খেলা দেখে আমার মহেন্দ্র সিং ধোনির কথা মনে হয়েছে। ঠাণ্ডা মাথায় কি চমৎকার ফিনিশিং।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


