আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির হিংসার ঘটনায় ধিক্কার জানিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা ব্যানার্জী। দিল্লিতে পরিকল্পিত গণহত্যা করা হয়েছে বলে সোমবার নেতাজি ইন্ডোরের সভায় দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মোদী সরকার দিল্লিতে গুজরাত মডেল প্রয়োগ করতে চেয়েছে বলেও এদিন অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো।
পাশাপাশি উস্কানিমূলক মন্তব্য দেওয়ার পরও কেন দলের নেতাদের গ্রেফতার করা হল না, সেই প্রশ্নও তুলেছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে দিল্লির মাটিতে যেভাবে মানুষ হত্যা হয়েছে। আমি মনে করি পরিকল্পনা করে গণহত্যা করা হয়েছে। গতকালও ৪ টা দেহ পাওয়া গিয়েছে। নালা খুলছে আর লুকোনো দেহ বেরোচ্ছে।
মমতা বলেন, আমরা সবাই নাগরিক। বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের আদর্শ। আমরা কাউকে বাংলা ছাড়তে দেব না। আমরা এনআরসি ও সিএএ-কে বাংলায় ঢুকতে দেব না। আমাদের শান্তি বজায় রাখতে হবে। পশ্চিমবঙ্গে সিএএ বা এনআরসি কিছুতেই কার্যকরী করতে দেবেন না।
তিনি বলেন, আমরা বাংলায় আছি। এখানে এনআরসি করতে হলে, আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে, এখানে সিএবি করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে। আমাদের সরকার ফেলে দেবেন? ফেলে দিন। কিন্তু মুসলমানদের ভবিষ্যতের জন্য যখন লড়তে নেমেছি, তখন মাথা নত করব না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



