বিনোদন ডেস্ক: কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যে এলেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। টানা পাঁচদিনে ৫ জেলায় সাংগঠনিক সভা করবেন। কাল পুরুলিয়ায় তার প্রথম সভা। সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
কলকাতায় পা রেখেই মঙ্গলবার সল্টলেকে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, মুসলিমদের ভালোবাসা ছাড়া আমি কখনোই সুপারস্টার হতে পারতাম না।
পঞ্চায়েত নির্বাচনের আগে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পুরোপুরি কাজে লাগাতে চাইছেন গেরুয়া শিবির। এবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে বড় সাফল্য পেতে চাইছে গেরুয়া শিবির। মিঠুন চক্রবর্তীকে দিয়ে বিজেপি এবার পঞ্চায়েত ভোটের বৈতরণী পার হতে চাইছে।
ঠিক তার আগে কলকাতার সল্টলেকে সংবাদ সম্মেলন করে মিঠুন চক্রবর্তী বলেন, বিজেপি মুসলিমবিরোধী নয়, বিজেপি একমাত্র মুসলিমদের উন্নয়নের কথা ভাবে।
তিনি বলেন, বিজিপি মানে মুসলিমবিরোধী এটা একটা মিথ্যা প্রচার। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সবার উন্নয়নের সঙ্গে সঙ্গে মুসলিম ভাইদেরও ভালো হবে।
পঞ্চায়েত ইলেকশনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পুরোপুরিভাবে সামনে রেখে পঞ্চায়েত ভোটের বৈতরণী পার হওয়ার পরিকল্পনা করেছে।
এ পঞ্চায়েত ভোটে মহাগুরুকে দিয়ে বিজেপি জয় আশা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।