স্পোর্টস ডেস্ক: মুসলিম ক্রিকেটারের গায়ে মদ ঢালা বিতর্কে পড়ল ব্রিটিশদের বব উইলিস ট্রফি। শিরোপাজয়ী এসেক্সের ক্রিকেটাররা ট্রফি নিয়ে লর্ডসের বারান্দায় মদ ছিটানোর সময় মুসলিম ক্রিকেটার ফিরোজ খুশির গায়ে মদ ঢালেন তার সতীর্থরা। এ ঘটনা নিয়ে এখন বিতর্কের ফোয়ারা ছুটছে দেশটিতে।
২১ বছর বয়সী ফিরোজ খুশি একজন মুসলিম ক্রিকেটার। তার গায়ে মদ ঢালেন উইকেটকিপার উইল বাটলম্যান।
এসেক্স ক্রিকেটারদের এমন আচরণের সমালোচনা করে পূর্ব লন্ডনে জাতীয় ক্রিকেট লিগের প্রতিষ্ঠাতা সাজিদ প্যাটেল বলেছেন, ‘ফিরোজ বারান্দার কোনায় দাঁড়িয়ে ছিল। নড়তেও পারছিল না। একটা কাজই সে করতে পারত-লাফ দেওয়া। তার গায়ে কারও অ্যালকোহল জাতীয় পদার্থ ঢালার ছবিটা একটি নারকীয় দৃশ্য।’
‘বেচারা (ফিরোজ খুশি) বারান্দার কোনায় দাঁড়িয়ে ছিল। নড়তেও পারছিল না। একটা কাজই সে করতে পারত—লাফ দেওয়া। তার গায়ে কারও অ্যালকোহল জাতীয় পদার্থ ঢালার ছবিটা—নারকীয় দৃশ্য।’
তবে এসেক্সের পক্ষ থেকে বলা হয়েছে, ফাইনালের দ্বাদশ খেলোয়াড় ফিরোজ খুশির ওপর বিয়ার ঢালাটা স্রেফ শিরোপা জয় উদযাপনের আনন্দে হয়েছে। এর মধ্যে নেতিবাচক কোনো উদ্দেশ্য ছিল না। তবে শিরোপাজয়ের উৎসবটা দেশের ‘মূল্যবোধ’-এর সঙ্গে মানানসই ছিল না বলে মনে করছে কাউন্টি দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।