আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মুসলিম জনসংখ্যার পরিসংখ্যান নিয়ে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ও কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানির মধ্যে শুক্রবার এক টুইটার বিতর্ক হয়েছে।
ভারতীয় মুসলমানদের জনসংখ্যা নিয়ে লোকসভায় স্মৃতি ইরানির মন্তব্যের উদ্ধৃতি দিয়ে ওয়াইসি বলেছিলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে মুসলিম জনসংখ্যা ‘২০ কোটির বেশি হবে না’। অথচ ডানপন্থী দলগুলো বিশ্বাস করে, আগামী কয়েক বছরের মধ্যে ভারতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে। তারা যদি মৌলিক গণিত না বোঝে, আমি আশা করি, তারা অন্তত মোদি সরকারকে বিশ্বাস করবে।’
অতঃপর এর সাথে একটি সংবাদ প্রতিবেদনের ছবি যুক্ত করেন তিনি।
এর প্রতিক্রিয়ায় স্মৃতি ইরানি টুইট করেন, ‘স্যার, আপনি ছবিতে যে প্রতিবেদনের উদ্ধৃতি দিয়েছেন, তাতে কোথাও ‘২০ কোটির বেশি হবে না’ কথাটি নেই। আমি বিশ্বাস করি, আপনি মানুষকে বিভ্রান্ত করবেন না।’
এর উত্তরে ওয়াইসি ফের টুইট করেন, মন্ত্রীর প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২৩ সালে মুসলিম জনসংখ্যা ছিল ১৯.৭ কোটি। অবশ্যই এর অর্থ হলো, মুসলিমদের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যায়নি। আমি বিশ্বাস করি, শব্দের গোলকধাঁধায় ফেলে আপনিও কাউকে বিভ্রান্ত করতে চান না।
এরপর তিনি এ বিষয়ে আরো কয়েকটি প্রতিবেদনের ছবি যোগ করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার লোকসভায় স্মৃতি ইরানি বলেছিলেন, ২০২৩ সালে ভারতে মুসলিম জনসংখ্যা হবে ১৯.৭ কোটি। এরই পরিপ্রেক্ষিতে এই টুইটার সংঘর্ষ শুরু হয়।
সূত্র : সিয়াসত ডেইলি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।