স্পোর্টস ডেস্ক: ফ্রান্সে আবারও মুসলিমবিরোধী আইন পাস করার পক্ষে ভোট দিয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা।
নতুন এ আইনে দেশটির মুসলিম নারী খেলোয়াড়দের মাথায় স্কার্ফ নিষিদ্ধ করা হচ্ছে। খবর আরব নিউজের।
এতে বলা হয়, খেলার মাঠে ধর্মীয় পরিচয় বহন করা কাম্য নয়। যেহেতু স্কার্ফ পরলে একটি সাম্প্রদায়িক পরিচয় প্রকাশ পায়, তাই নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যরা।
বিলটি উত্থাপন করে কট্টর ডানপন্থি দল লেস রিপাবলিকান। আর একে সমর্থন দেন ক্ষমতাসীন দলের সদস্যরা। মন্ত্রিসভায় ১৬০-১৪৩ ভোটে বিলটি পাস হয়।
ফ্রান্সের সরকার ২০০৪ সালে সব সরকারি স্কুলে হিজাব এবং অন্য ধর্মীয় পরিচয় বহন নিষিদ্ধ ঘোষণা করলে বহু মুসলিম মেয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।
বহু মুসলিম কিশোরীর শিক্ষাজীবনে নেমে আসে অন্ধকার। নানাভাবে ব্যঙ্গ বিদ্রূপ ও প্রশ্নবাণে অতিষ্ঠ হয়ে ওঠে মুসলিম নারীদের দৈনন্দিন জীবন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।