Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home মুসল্লিদের সামিয়ানা আনার পরামর্শ, প্রস্তুত হয়নি ইজতেমা ময়দান
    গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

    মুসল্লিদের সামিয়ানা আনার পরামর্শ, প্রস্তুত হয়নি ইজতেমা ময়দান

    rskaligonjnewsJanuary 29, 20243 Mins Read
    Advertisement

    নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে তুরাগ তীরে আয়োজিত এবারের বিশ্ব ইজতেমা ময়দানের কিছু অংশ চট দিয়ে প্যান্ডেল করা হলেও বেশিরভাগ অংশ ফাঁকা রয়েছে। সেখানে শুধু বাঁশের খুটি পুঁতে রাখা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা মাঠে বিশাল এলাকাজুড়ে বাঁশের খুঁটি দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও তাতে ছিল না চটের ছাউনি।

    মুসল্লিদের সামিয়ানা আনার পরামর্শ, প্রস্তুত হয়নি ইজতেমা ময়দান

    বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরুর বাকি আর মাত্র তিন দিন। এখনো ইজতেমা ময়দান পুরোপুরি তৈরি হয়নি। মাঠের বেশির ভাগ অংশে এখনো টানানো হয়নি সামিয়ানা। ইজতেমায় ৪০ জেলার মুসল্লিদের সামিয়ানা আনতে বলা হয়েছে।

    ইজতেমার মুরব্বি প্রকৌশলী আব্দুর নূর বলেন, গত বছর সা’দ অনুসারীদের মাঠ হস্তান্তরে বিলম্ব হওয়ার কারণে সামিয়ানা দীর্ঘদিন ময়দানে টানানো অবস্থায় ছিল। পরে রোদ-বৃষ্টিতে সিংহভাগ চট নষ্ট হয়ে যাওয়ায় এবার চট সংকট দেখা দিয়েছে। এতে এবার পুরো মাঠে চটের সামিয়ানা টানানো সম্ভব হয়নি। তাই ইজতেমার মুরব্বিদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন জেলা থেকে বিশ্ব ইজতেমাস্থলে আগত তাবলিগ জামাতের মুসল্লিদের নিজ দায়িত্বে সামিয়ানা এনে টানানোর অনুরোধ করা হয়েছে। এখন মুসল্লিরা এলেই পুরো মাঠ প্রস্তুত হয়ে যাবে। সোমবার রাতেই জেলাওয়ারী খিত্তায় (অবস্থান) সামিয়ানা টানানোর জন্য তাবলিগের কর্মীরা আসবেন। এছাড়াও পাহারা ও খিত্তাসহ বিভিন্ন নজমের কর্মী/সাথীরাও সোমবার রাতে ইজতেমাস্থলে চলে আসবেন। আর বৃহস্পতিবার বিভিন্ন জেলার চিল্লাধারী মুসল্লি ইজতেমার ময়দানে চলে আসবেন।

    সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে বিদেশি মেহমানদের জায়গা, রান্নার জায়গাসহ অন্যান্য স্থাপনা। বিদেশি মেহমানখানার পাশেই তৈরি করা হয়েছে বয়ানের মঞ্চ। মঞ্চের সামনে কয়েক একর জায়গায় টানানো হয়েছে চটের সামিয়ানা। এর বাইরে পুরো মাঠে শুধু বাঁশ পুঁতে রাখা হয়েছে। মাঠে ইজতেমার মুসল্লিরা এখনো পুরোপুরি আসেনি। তবে কিছু সংখ্যক মুসল্লিকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমা ময়দানের শেষ মুহূর্তের টুকিটাকি কাজ করতে দেখা গেছে।

    মাঠের উত্তর-পূর্ব পাশে কথা হয় রাজশাহী থেকে আসা তাবলিগের সাথী ষাটোর্ধ্ব আজাদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ৪৪ বছর ধরে ইজতেমায় অংশ নিচ্ছি। এবারই প্রথম মুসল্লিদের নিজ দায়িত্বে সামিয়ানা নিয়ে আসতে বলা হয়েছে। প্রতিটি জেলার জন্য ১৮ ফুট প্রস্থ ও ৩৬ ফুট লম্বা জায়গা নির্ধারণ করা হয়েছে। তাবলিগের সাথীরা ইজতেমা শেষে আবার নিজ দায়িত্বে তাদের এ সামিয়ানা খুলে নিয়ে যাবেন।

    তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা আলাদাভাবে অনুষ্ঠিত হবে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী পক্ষ মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করবেন ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি। চার দিন বিরতির পর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি। সে হিসেবে এখন মাঠ প্রস্তুতের কাজ করছেন মাওলানা জুবায়ের অনুসারীরা।

    সামিয়ানার বিষয়ে জানতে চাইলে মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি মো. মেজবাহ উদ্দিন বলেন, ইজতেমা মাঠের আগের চটগুলো নষ্ট হয়ে গেছে, ব্যবহার করা যাচ্ছে না। এ কারণে চট সংকট দেখা দিয়েছে। আমরা মুসল্লিদের নিজ নিজ দায়িত্বে সামিয়ানা নিয়ে আসতে বলেছি। ৬৪ জেলার মধ্যে ৪০ জেলার মুসল্লিদেরই নিজেদের সামিয়ানার ব্যবস্থা করতে বলা হয়েছে। তারা এলেই পুরো মাঠে সামিয়ানা টানানো হয়ে যাবে।

    রাতে শীতলক্ষ্যার পাড়ের মাটি কাটার মহোৎসব

     

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আনার ইজতেমা গাজীপুর ঢাকা পরামর্শ প্রস্তুত বিভাগীয় ময়দান, মুসল্লিদের সংবাদ সামিয়ানা হয়নি,
    Related Posts
    সিরাজগঞ্জের কাজিপুর

    ‘কবরস্থানে গিয়ে দেখি কবর খালি, বাড়ির উঠানে নতুন কবর’

    July 15, 2025
    মসজিদে ৫ ঘণ্টা অবরুদ্ধ

    মসজিদে ৫ ঘণ্টা অবরুদ্ধ কলেজের অধ্যক্ষ

    July 15, 2025
    ফেল তিন বিষয়ে

    ঠাকুরগাঁওয়ে এসএসসিতে এক বিষয়ে পরীক্ষা দিলেও দিলেও ফেল তিন বিষয়ে!

    July 15, 2025
    সর্বশেষ খবর
    প্রধান শিক্ষকদের

    প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

    ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট

    আপনারা চমৎকার কাজ করছেন, ড. ইউনূসকে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

    অটোরিকশা চালককে

    অটোরিকশা চালককে মারধরের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    পিসি গেম আপডেট

    পিসি গেম আপডেট: নতুন ফিচার জানুন! – আপনার গেমিং অভিজ্ঞতাকে রূপান্তরিত করার গাইড

    বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে

    বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ

    আজকের রাশি অনুযায়ী শুভ সংবাদ

    আজকের রাশি অনুযায়ী শুভ সংবাদ: শুভ সম্ভাবনা জাগিয়ে তোলার বিজ্ঞান ও শিল্প

    অভিনেত্রী

    সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন অভিনেত্রী

    এমন ভাগ্য কখনও আসেনি

    এমন ভাগ্য কখনও আসেনি—এক ট্রলারেই ওঠল ৬১ মণ ইলিশ

    তিস্তা মহাপরিকল্পনা

    ‘তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরের শেষে’

    অ্যাপল

    এই প্রথম সবচেয়ে পাতলা আাইফোন আনছে অ্যাপল

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.