স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লড়াইটা দুলছিল পেন্ডুলামের মতো। কে জিতবে, কে হাসবে শেষ হাসি? এ নিয়ে আশা-নিরাশার দোলাচলে দুলছে পুরো দেশ। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ উইকেট জুটিতে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় বাংলাদেশ দল।
এই লড়াইয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ। তবে নবম উইকেট জুটিতে তাকে বেশ ভাল সঙ্গ দিয়ে মুস্তাফিজুর রহমান। ভারত-বধের রাস্তাটাও মিরাজকে দেখিয়েছিলেন তিনিই! মাঠে এ সময় মুস্তাফিজ মিরাজকে বলেছিলেন আমি আউট হব না, ঠেকিয়ে দিচ্ছি সব।
প্রথম ম্যাচে জয়ের পর মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন। সেখানে কথা বলার এক পর্যায়ে মুস্তাফিজের সাথে কি কথা হয়েছিল মিরাজের সেটা নিয়ে বললেন, ‘সবচেয়ে বড় কথা মুস্তাফিজ খুব ভালো সাপোর্ট দিয়েছে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, ও খুব আত্মবিশ্বাসী ছিল। আমাকে বারবার বলছিল, আমারে নিয়ে টেনশন করার কিছু নেই। আমি ঠেকিয়ে দিচ্ছি। আমি আউট হবো না, গায়ে বল লাগলেও সমস্যা নাই। ওর এই বিশ্বাস দেখে আমার খুব ভালো লেগেছে। আমারও আত্মবিশ্বাস বেড়েছে ওর আত্মবিশ্বাস দেখে।’
মিরাজ যোগ করেন, ‘লাস্টের যে ব্যাটার ছিল-হাসানকেও একই কথা বলেছি যে চার-পাঁচটা বল যদি তুমি খেলতে পারো তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আমি যেভাবে চিন্তা করছিলাম হয়তো এবাদতকে নিয়ে ১৫ রান করবো, হাসানকে নিয়ে ২০ রান করবো। মুস্তাফিজকে নিয়ে শেষে ১৫-২০ রান যা লাগে, করবো। এভাবে এগোনোই আমার চিন্তা ছিল।’
এর আগে একবার চট্টগ্রামের মাটিতে মিরাজ-আফিফ জুটি আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচ আর আজকে ভারতের বিপক্ষে ম্যাচ কোন ম্যাচকে এগিয়ে রাখছেন মিরাজ। এমন প্রশ্নের জবাব মিরাজ বললেন, ‘অবশ্যই দুটো একইরকম। তবে, আজকের ম্যাচ যেহেতু নবম উইকেটে থাকা অবস্থায় জয় এসেছে সুতরাং আজকের টাই। এছাড়া আজকের ম্যাচ আমার জন্য স্পেশাল হয়ে থাকবে।’
ফেসবুক গ্রুপে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসা জানালো আর্জেন্টিনা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।