জুমবাংলা ডেস্ক : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি অর্থবছরের শুরুতেই সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। বাড়ানো হয়েছে ব্যাংক ঋণের সুদহার। কমানো হয়েছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যও। কমানো হয়েছে আমদানি। এ ছাড়া নেয়া হয়েছে নানা উদ্যোগ। তবুও তার সুফল মিলছে না। মূল্যস্ফীতির পারদ চড়ছেই। চলতি বছরের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে।
গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, পয়েন্ট টু পয়েন্ট হিসাবে মে শেষে মূল্যস্ফীতি ১৫ বেসিস পয়েন্ট বেড়েছে। এপ্রিলে এটি ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। অর্থাৎ গত বছরের মে মাসে দেশে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, সেই পণ্য বা সেবা পেতে চলতি বছরের মে মাসে ১০৯ টাকা ৮৯ পয়সা খরচ করতে হয়েছে।
বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং প্রতি মাসে মাঠ পর্যায় থেকে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য সংগ্রহ করে ভোক্তা মূল্যসূচক ও মূল্যস্ফীতির হার প্রণয়ন করে।
মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে খাদ্যের দাম বৃদ্ধি। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৫৪ বেসিস পয়েন্ট বেড়ে ১০ দশমিক ২২ শতাংশ থেকে ১০ দশমিক ৭৬ শতাংশ হয়েছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মুদ্রাস্ফীতি ১৫ বেসিস পয়েন্ট কমেছে। এটি ৯ দশমিক ৩৪ শতাংশ থেকে ৯ দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে।
বিবিএসের শহর ও গ্রামে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চলে মে মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৪৮ বেসিস পয়েন্ট বেড়ে ১০ দশমিক ৭৩ শতাংশে দাঁড়িয়েছে। এপ্রিলে যা ছিল ১০ দশমিক ২৫ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি এপ্রিলের ৯ দশমিক ৬০ শতাংশ থেকে ২৯ বেসিস পয়েন্ট কমে মে মাসে ৯ দশমিক ৩১ শতাংশ হয়েছে।
শহরাঞ্চলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি এপ্রিলের তুলনায় মে মাসে ৬৭ বেসিস পয়েন্ট বেড়েছে। এপ্রিলে ১০ দশমিক ১৯ শতাংশ থেকে বেড়ে মে মাসে ১০ দশমিক ৮৬ শতাংশে দাঁড়িয়েছে। খাদ্যবহির্ভূত খাতেও এ সময়ে ২ বেসিস পয়েন্ট বেড়েছে মূল্যস্ফীতি। এপ্রিলে ৯ দশমিক ০১ শতাংশ থেকে বেড়ে মে মাসে ৯ দশমিক ০৩ শতাংশে দাঁড়িয়েছে। গ্রামাঞ্চলে মে মাসে সার্বিক মূল্যস্ফীতি এপ্রিলের তুলনায় ৭ বেসিস পয়েন্ট বেড়ে ৯ দশমিক ৯২ থেকে ৯ দশমিক ৯৯ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ২৬ বেসিস পয়েন্ট বেড়ে ৯ দশমিক ৪৬ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৭২ শতাংশ হয়েছে।
২০২২-২৩ সালের জুন থেকে মে পর্যন্ত ১ বছরে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ। ২০২৩-২৪ সালের একই সময়ে এটি বড় লাফ দিয়ে গড়ে ৯ দশমিক ৭৩ শতাংশে দাঁড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।