জুমবাংলা ডেস্ক: ১৫ বছর ধরে কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ইসমাঈল হোসেন বাবু ও সোনাদিকে খালাস দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তিরও নির্দেশ দিয়েছেন আদালত।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ আজ এ রায় দেন।
আসামিদের পক্ষে শুনানি করেন এডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল বশির আহমেদ।
২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হন মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদন্ড দেন বিচারক আদালত।
ডেথ রেফারেন্স ও আসামি পক্ষের আপিল শুনানি নিয়ে হাইকোর্ট সে রায় বহাল রাখেন। হাইকোর্ট রায়ের বিষয়ে আনা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ হাইকোর্ট রায় বাতিল করে মৃত্যুদন্ড থেকে দ’ুজনকে খালাস ও একজনকে বিচারিক আদালতের রায় সংশোধন করে যাবজ্জীবনের রায় দিয়েছেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।