আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে পরম শ্রদ্ধায় স্মরণ করছেন ইরাকের জনগণ। সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের এই দুই বীর কমান্ডারের শাহাদাতের দ্বিতীয় বার্ষিকীতে গতকাল ইরাকজুড়ে পদযাত্রা এবং সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খবর পার্সটুডে’র।
২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দুই কমান্ডারকে হত্যা করে।
লেবাননের আল-অহেদ নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে লোকজন রাজধানী বাগদাদে আসেন। এরপর তারা একযোগে কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের স্থলে যান। সেখানে তারা একটি স্মরণ সভায় যোগ দেন।
এর আগে শনিবারও জেনারেল সোলাইমানি এবং আবু মাহদির স্মরণে বাগদাদে বিশাল সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন ১০ লাখ মানুষ। স্মরণসভা থেকে সম্মিলিত কন্ঠে দাবি জানানো হয় যে, ইরাক থেকে সমস্ত মার্কিন সেনা বহিষ্কার করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।