জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত সোমবার (১৫ জুন) রাতে মারা যান আনিসুর রহমান নামে এক ব্যক্তি। মৃত্যুর ৫ দিন পর নমুনা পরীক্ষার ফল আসায় জানা গেলো তিনি ছিলেন করোনা পজিটিভ।
মৃত্যুর পর গ্রহণ করা নমুনার ফলাফলে পজেটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আলীমুর রাজিব। তিনি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। সোমবার রাতে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিক্যাল কলেজে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আনিসুর রহমান কয়েক দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ধ্যায় শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর তাকে খুলনায় রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। ওই রাতে তার নমুনা সংগ্রহ করে ১৭ জুন পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। স্বাস্থ্যবিধি মেনে সোমবার রাতে মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়। আজ শনিবার সকালে আনিসুর রহমানের নমুনা পরীক্ষার প্রতিবেদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আলীমুর রাজিব জানান, তাকে হাসপাতালে আনা হলে তার স্যাম্পল কালেকশন করে ১৭ জুন পরীক্ষার জন্যে পাঠানো হয়। আজ তার ফলাফল পাওয়া যায়, তিনি পজিটিভ ছিলেন।
তিনি আরও বলেন, পরীক্ষার জন্য তার সংস্পর্শে থাকা পরিবারের অন্য ৫ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে করোনা পজিটিভ হয়ে অভয়নগর উপজেলার আরেকজন মারা যান।
২০ জুন পর্যন্ত যশোর জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৩১৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২০ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১৯৩ জন। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই তথ্য তার ফেসবুক পেজে সরবরাহ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।