বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের চেয়ে রাজনীতি নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। পারিবারিক ছবি ও নিজের অনুভূতি ব্যক্ত করে প্রায়ই কোনো না কোনো পোস্ট দেন। এ ছাড়া মাঝে মধ্যেই রাজনীতি সংক্রান্ত পোস্ট দেখা যায় তার ফেসবুক ওয়ালে।
এ ছাড়া ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের নানান কথা। এবার ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝারলেন মাহি। শুধু ক্ষোভই নয়, নাম উল্লেখ না করে দুই ব্যক্তিকে অভিশাপও দিয়েছেন তিনি।
ফেসবুকে এক পোস্টে মাহি লেখেন, ‘আমি কোনো দিন কাউকে সজ্ঞানে অভিশাপ দিইনি। সবসময় আমার শত্রুদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চেয়েছি। বিনিময়ে শত্রুদের খুব করুণ পরিণতিও দেখেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই তাবৎ দুনিয়াতে দুইটা প্রাণী আছে— যারা দেখতে অবিকল মানুষের মতোই। তাদের জন্য আমার অন্তর ভরা অভিশাপ।
তিনি লেখেন, ‘এই ছোট্ট জীবনে আমার কোনো একটা ভালো কাজ আল্লাহ যদি কবুল করে থাকেন, তা হলে সেই ভালো কাজের বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু পর্যন্ত শেষ সিজদাতে গিয়েও আমি ওই দুজনের কঠিন পরিণতি দেখতে চাইব।’
মাহি আরও লেখেন, ‘আমি জানি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দেবে না। যারা অন্যের হক নষ্ট করে জায়নামাজে আল্লাহকে খোঁজে, তারা আর যাই হোক আল্লাহকে পাবে না। লেখাটা টাইমলাইনে রেখে দিলাম। যেদিন তাদের কঠিন পরিণতি দেখব, সেদিন লেখাটা আবার শেয়ার করব।’
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। এ বছরের ২৮ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন এই দম্পতি। সন্তানের নাম রাখেন মো. মোসাইব আরোশ শামসুদ্দিন ফারিশ সরকার।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.