আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবারের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়েছে হ্যালোইন উৎসব। প্রতিবছরের ৩১শে অক্টোবর হ্যালোইন উৎসবে মৃতদের জীবিত হওয়ার অদ্ভুত খেলায় মেতে ওঠেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, হংকং ও বেলজিয়ামসহ বিশ্বের নানা প্রান্তের মানুষ।
শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ ভূত, প্রেত, ডাইনিসহ নানা সাজে সেজে ঘটা করে উদযাপন করেন বিশেষ এ দিনটি।
শনিবার বিকেল থেকেই লন্ডনের রাস্তায় ভূতের দখলে চলে যায়। রাজপথ থেকে অলিগলিতে ভূতের বিচরণে সাধারণ মানুষের মাঝে অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শক, হ্যালোইন উৎসবকে ঘিরেই নানা সাজে রাস্তায় নামেন লন্ডনবাসী। উৎসবে ব্রিটিশ তারকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
তারা বলছেন, আমার জীবনে এত সুন্দর আয়োজন কখনো দেখিনি। সত্যি এমন আয়োজনে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে।
শুধু রাজপথে থেমে থাকেনি হ্যালোইন উৎসব। রেস্তারায় এক অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাজে অংশ নেন এক ব্যক্তি।
এদিকে, সন্ধ্যার আঁধার নেমে আসার সাথে সাথেই নিউ ইয়র্কের রাজপথ যেন হয়ে ওঠে ভূতের নগরী।
নিউ ইয়র্কের এই ভূত উৎসব দেখতে ডাউনটাউনের ৬ এভিনিউয়ের স্প্রিং ষ্ট্রীট থেকে প্রায় কয়েক মাইল রাস্তার দু’ধারে উপস্থিত হয় হাজার হাজার দর্শনার্থী।
নানা আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পালিত হয় হ্যালোইন উৎসব। উৎসবটি পালন করতে নানা সাঁঝে সেজে পশ্চিম হলিউডের রাস্তায় জড়ো হয় হাজার হাজার মানুষ। এটি বিশ্বের সবচেয়ে হ্যালোইন উৎসব।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১০ দিন ধরে চলে ফ্যান্টাসি ফিস্ট ২০১৫। এটি শেষ হয় হ্যালোইন প্যারেডের মধ্য দিয়ে। রোববারের কার্নিভালে অংশ নেয় ২ হাজারের বেশি মানুষ।
শনিবার ভেনিজুয়েলার কারাকাসের রাস্তা যেন পরিণত হয় ভূতের রাজ্যে। শত শত ভূত হ্যালোইন উৎসব পালন করতে ফিরে এসেছে মর্ত্যে। নানা চেহারার নান ধরণের সব ভূতদের ভূতুরে কাণ্ড কারখানা দেখে মজা পায় অনেকেই।
এক ব্যক্তি বলেন, হ্যালোইন উৎসবের দিনটি যদিও ছুটির দিন নয়। তবুও আমরা পুরো পরিবার নিয়ে দিনটি উদযাপন করতে এসেছি।
বিশ্ব ব্যাপী আয়োজিত এবারের হ্যালোইন উৎসবও পালন করা হয়েছে বেশ ঘটা করেই। আর ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর সীমানা ছাড়িয়ে হ্যালোইন দিবসটি বর্তমানে পরিণত হয়েছে সার্বজনীন উৎসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।