জুমবাংলা ডেস্ক: মেক্সিকোতে যথাযথ মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।
দিবসের প্রথম ভাগে রাষ্ট্রদূত আবিদা ইসলাম দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে গণহত্যায় নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রেরিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম তাঁর বক্তৃতায় একাত্তরের ২৫ মার্চের কালরাতে গণহত্যার শিকার সকল শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বাংলাদেশের গণহত্যার ভয়াবহতা, আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক এর স্বীকৃতির যথার্থতা এবং গুরুত্ব তুলে ধরেন। তিনি অচিরেই জাতিসংঘ কর্তৃক এই গণহত্যার স্বীকৃতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে ঘুমন্ত, নিরস্ত্র ও নিরপরাধ বাঙালির ওপর মানব ইতিহাসের জঘন্যতম ও নৃশংসতম হত্যাযজ্ঞ চালায় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী। তাই ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।