
জুমবাংলা ডেস্ক: ভোলার মেঘনায় ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ৮টি পণ্যবাহী ট্রাক। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে ভোলা-লক্ষীপুর রুটে চলাচলকারী কলমিলতা নামের ফেরিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট, নৌ পুলিশ ও কোস্টগার্ডের একটি দল সকাল ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।