জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদের অংশ নেয়া একটি স্কুল বিতর্ক প্রতিযোগিতার ভিডিও ভাইরাল হয়েছে। ১৯৯৮ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ওই প্রতিযোগিতায় বিএএফ শাহীন কলেজের দলনেতা অংশ নেন আজকের এই সিনহা মোহাম্মদ রাশেদ।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমানের পরিচালনায় ওই বিতর্ক পর্ব অনুষ্ঠিত হয়।
বিতর্কে দলনেতাদের যুক্তিখন্ডন পর্বের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিনহা মোহাম্মদ রাশেদ তার যুক্তিখন্ডন পর্ব শুরু করেন ঠিক এভাবে- ‘ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আরেকবার সুযোগ দেয়ার জন্য। বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন, বেকারত্ব নাকি অর্থনীতির ওপর নির্ভর করে।
কিন্তু আমি হাজারো যুক্তি দেখিয়েছি যে, ইংরেজি না শিখলে অর্থনীতির সমৃদ্ধি কখনোই সম্ভব নয়। প্রতিপক্ষ দল জার্মান-জাপান প্রভৃতি দেশের উদাহরণ দিয়ে গেলেন। কিন্তু জাপান-জার্মান অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ দেশ। বিদেশে গিয়ে জীবিকা নির্বাহের জন্য তাদের ভাবতে হয় না বা অন্যের সাহায্যের মুখাপেক্ষীও হতে হয় না। কিন্তু আজও বিদেশী কোনো সাহায্য সহযোগিতা ছাড়া আমরা (বাংলাদেশ) বড় কোনো কাজই করতে পারছিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।