বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে প্রথমবারের মতো ভার্চুয়াল মেটাভার্সের মাধ্যমে নতুন মডেলের গেমিং মনিটর ও ডিসপ্লে পণ্য উন্মোচন করেছে ভিউসনিক। মনিটর দুটির মডেল হলো এলিট এক্সজি৩২০ইউ ও এলিট এক্সজি২৫১জি স্লিক।
ভার্চুয়াল লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে গেমিং মনিটরগুলো প্রদর্শন করা হয়। মনিটরগুলোতে হালনাগাদ ভার্সনের আইপিএস ডিসপ্লে রয়েছে, যা অসাধারণ কালারের অভিজ্ঞতা দেবে। এছাড়া এগুলো ব্যবহারে আল্ট্রা স্মুথ, ইমারসিভ ও কম ল্যাটেন্সিকে গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে।
এলিট এক্সজি৩২০ইউ গেমিং মনিটরে ৩২ ইঞ্চির পিক্সেল-ডেনস ফোরকে ইউএইচডি স্ক্রিন রয়েছে। এর সঙ্গে কোয়ান্টাম ডট টেকনোলজি ও হাইপার রেসপনসিভ ১৫০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। অন্যদিকে এলিট এক্সজি২৫১জি স্লিক মনিটরটি ২৫ ইঞ্চির। এতে ফুল এইচডি আইপিএস প্যানেল, প্রো লেভেলের ৩৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ভিইএসএ ডিসপ্লেএইচডিআর ৪০০ রয়েছে।
অনুষ্ঠানে সাশ্রয়ী মূল্যের ভিউসনিক ওমনি সিরিজের গেমিং মনিটরও উন্মোচন করা হয়েছে। এগুলো হলো এক্সজি২৪৩১, এক্সজি২৭০৫, ভিএক্স২৪০৫-পি-এমএইচডি, ভিএক্স৩৪১৮-২কেপিসি আল্ট্রাওয়াইড কার্ভড গেমিং মনিটর। ভিউসনিকের এমার্জিং মার্কেটসের কান্ট্রি ম্যানেজার ড্যারেন লো বলেন, আমরা মেটাভার্সে প্রবেশ করে এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভিউসনিকের সবশেষ পণ্যগুলো প্রদর্শন করতে পেরে আনন্দিত। এসব পণ্যের মাধ্যমে ক্রেতাদের দেখার অভিজ্ঞতাকে অনন্য করতে ও তাদের জীবনমানের উন্নয়নে আমরা কাজ করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।