মেটা এআইয়ের ভবিষ্যৎ কোন পর্যায়ে যেতে চলেছে?

meta ai

মেটা এআই আপনার প্রশ্নের উত্তর দিতে পারে, আপনাকে কাজে সাহায্য করতে পারে, এমনকি আপনার সঙ্গে পা ছড়িয়ে বসে গল্পগাছাও (চ্যাট) করতে পারে। এটিকে এক জন সুপার-স্মার্ট বন্ধুর মতো ভাবুন। এমন বন্ধু যে সব সময় শুধু চ্যাট করে না, অন্যান্য কাজেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মেটা এআই কী করতে পারে? এটি ভবিষ্যতে আমাদের চ্যাট করার পদ্ধতি পাল্টে দিতে পারে!

meta ai

১) অনলাইনে কিছু খুঁজতে হবে? কোনও সমস্যা নেই! মেটা এআই আপনার জন্য ওয়েবে সার্চ করতে পারে। আর সেই সার্চ রেজাল্ট থেকে ঝাড়াই-বাছাই করে আপনার জন্য প্রয়োজনীয় তথ্য হাজির করতে সে সিদ্ধহস্ত।

২) মেটা এআইকে যা খুশি জিজ্ঞাসা করুন। এটি একটি চলমান বিশ্বকোষের মতো, প্রায় যে কোনও বিষয়ে প্রশ্নের উত্তর দিতে পারে।

৩) ধরুন আপনি একটা সিনেমা দেখতে যাবেন। সেই সিনেমা কাছাকাছি কোন হলে চলছে, খোঁজার দায়িত্ব এআই বন্ধুকে দিয়ে দিন। এমনকি তাকে নির্দিষ্ট শোয়ের টিকিট কাটার নির্দেশও দিয়ে রাখতে পারেন। (এই বৈশিষ্ট্যটি শীঘ্রই আসছে।)

৪) আপনার শিল্পীসত্তা বাইরে আসার জন্য আকুলিবিকুলি করছে? আপনার চিন্তাভাবনাগুলিকে ছবিতে রূপান্তর করতে মেটা এআইয়ের ইমেজ জেনারেশন ফিচার ব্যবহার করুন। আপনি যা বানাতে চান তার পরে শুধু /Imagine টাইপ করুন, যেমন ‘/Imagine a lonely man walking in a jungle’

৫) যাঁদের টাইপ করতে সমস্যা হয়, তাঁদের জন্য ভয়েস-টু-টেক্সট আছে। ভিন্ন ভাষাভাষী মানুষের জন্য রয়েছে রিয়েল-টাইম অনুবাদ। মেটা এআই ভাষার ব্যবধানও পূরণ করতে পারে।

৬) মেটা এআই আপনার পছন্দগুলি শিখে নিতে পারে এবং আপনার পছন্দ বুঝে পরামর্শ দিতে পারে, যেমন আপনি অনলাইন শপিংয়ের সময় কোন পোশাকটি কিনতে চাইবেন সেটার তালিকা এআই বন্ধু তৈরি করে দিতে পারে।

৭) হোয়াট্‌সঅ্যাপের বিভিন্ন গ্রুপে জেনে বা অজান্তেই যে সব ভুয়ো খবর শেয়ার হয়, এআই সেটাও ধরে ফেলতে পারে।