জুমবাংলা ডেস্ক: করোনা পরিস্থিতিতে পরীক্ষা পেছানোসহ ৪ দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড়ের রাস্তা আটকে অবস্থান নেন মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর শতাধিক শিক্ষার্থী।
অবরোধের কারণে পল্টন থেকে কাঁটাবন ও শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখী মূল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তৈরি হয়েছে যানজট।
মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থীদের দাবিগুলো হলো-করোনার সময়ে পরীক্ষা না নেয়া, অনলাইন বা বিকল্প কোনোভাবে পরীক্ষা নেয়া, পরীক্ষাকালীন অসুস্থ হয়ে পড়লে তার দায়ভার না নেয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহার এবং কোন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তার ৬ মাসের অতিরিক্ত বেতন প্রত্যাহার করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, গত ২৭ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তর নোটিশ দিয়ে জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এমবিবিএস ও বিডিএস কোর্সের বৃত্তিমূলক পরীক্ষা নেয়া হবে। করোনার কারণে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। সরকার অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চালু রাখতে বিকল্প উদ্যোগ নিলেও আমাদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এটি আমাদের জন্য হুমকি।
তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করা অত্যন্ত কঠিন বিষয়। অনেক হলে আমরা একেক রুমে তিন থেকে চার জন বা তারও বেশি বসবাস করি। কমন বাথরুম ব্যবহার করতে হয়। একটি বেসিন ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী ব্যবহার করে। বিশেষজ্ঞরা বলছেন, শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। করোনার কারণে আমরা ইতোমধ্যে অনেক কাছের মানুষকে হারিয়েছি।
শিক্ষার্থীরা সেশনজট কমাতে পরীক্ষা ছাড়া বিকল্প পদ্ধতিতে মূল্যায়ণেরও দাবি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



