বিনোদন ডেস্ক: বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম প্রভাবশালী বচ্চন পরিবার। এ পরিবারের নিয়ম-নিষ্ঠা সম্পর্কে সবাই অবগত। নাতি-নাতনিদের সঙ্গে দারুণ সম্পর্ক অমিতাভ-জয়ার। অনেক ভক্ত রয়েছেন যারা এই পরিবারকে ব্যক্তিগত জীবনে অনুসরণ করেন।
অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা একটি পডকাস্ট শুরু করেছেন। ‘হোয়াট দ্য হেল’ শিরোনামে এই শোটি সঞ্চালনা করছেন নব্য নাভেলি নন্দা। তাতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন, কন্যা শ্বেতা বচ্চন। সেখানে জয়া বলেন, ‘মেয়েরাই মেয়েদের শত্রু।’
নাতনির পডকাস্ট অনুষ্ঠানে বেশ কিছু বিষয়ে মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন জয়া। এবার মেয়েদের নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন অমিতাভ ঘরণী।
নব্য নাভেলি নন্দা বচ্চন পরিবারের সব সদস্যের সঙ্গে খুব সহজে সবকিছু শেয়ার করতে পারেন। এর আগে একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘আমি সৌভাগ্যবান। কারণ এমন একটি বাড়িতে বড় হয়েছি যেখানে ঋতুস্রাব নিয়ে কথা বলাটা খুব সহজ ছিল।’ সেই চিত্র এবার ধরা দিলো নব্যর পডকাস্টে।
নব্য ২০২০ সালে মেয়েদের জন্য ‘আরা হেলথ’ নামে একটি অনলাইন হেলথকেয়ার পোর্টাল খুলেছিলেন। এছাড়া ‘নাভেলি’ নামে একটি ক্যাম্পেইন প্রজেক্ট শুরু করেছেন তিনি। যার মাধ্যমে মেয়েদের সমানাধিকারের লড়াই চালাচ্ছেন বিগ-বির নাতনি।
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দুই সন্তান। কন্যা শ্বেতা বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন। নিখিল নন্দার সঙ্গে ঘর বেঁধেছেন শ্বেতা বচ্চন। এ দম্পতির মেয়ে নব্য নাভেলি। যুক্তরাষ্ট্রের ফোরডাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে নিজের ‘আরা’ নামে স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি।
অনেকদিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউডে নাম লেখাতে চান নব্য। তবে এখনো বলিউড সিনেমায় তার অভিষেক ঘটেনি। তবে সম্প্রতি একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে মডেল হয়েছেন নব্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।