মেরামত শেষে চসিকের কাছে তিন ড্রাম্প ট্রাক হস্তান্তর করল বিআরটিসি

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কারখানায় ৩টি ড্রাম্প ট্রাক মেরামত শেষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কাছে হস্তান্তর করা হয়েছে। এরমধ্য দিয়ে চসিকের ইতিহাসে প্রথম সরকারি প্রতিষ্ঠান বিআরটিসির মাধ্যমে ড্রাম্প ট্রাক মেরামতের সূচনা হলো।

মঙ্গলবার (২১ মে) এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এসব ট্রাক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী। বিআরটিসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ট্রাক ডিপো ম্যানেজার (অপা.) মোঃ মফিজ উদ্দিন, ইউনিট প্রধান মোঃ জুলফিকার আলী।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বিআরটিসির কাজের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিআরটিসির কাজের পরিধি আরও বাড়াতে হবে। যাতে আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আরও বেশি গাড়ি মেরামত করতে পারি।

উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর বিআরটিসি ও চসিক এর মধ্যে বর্জ্যের কাজে ব্যবহৃত গাড়ি মেরামতসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ডেঙ্গু নিয়ে কারও ওপর দায় চাপাতে চাই না : তাপস