বিনোদন ডেস্ক : ‘আরও একটু থাকতে দাও ওকে…’, ফেসবুকে সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)-র পোস্ট রীতিমতো চোখে জল এনে দিয়েছিল নেটিজেনদের। একইসঙ্গে ভুয়ো খবরের বিরুদ্ধে সতর্কও করেছিল তাঁর এই পোস্ট। এবার এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট করলেন ঐন্দ্রিলা-সব্যসাচীর বন্ধু সৌরভ দাস (Saurav Das)।
বৃহস্পতিবার সকালে একটি ফেসবুক পোস্টে সৌরভ দাস লিখেছেন, “বেঁচে আছে এখনও। মেরে ফেলো না ওকে। পায়ে পড়ছি।” জল্পনা না ছড়ানোর কাতর আর্জি জানিয়েছেন ঐন্দ্রিলার এই বন্ধু। হাসপাতালে ভর্তি হওয়ার পর সব্যসাচীর পাশাপাশি ঐন্দ্রিলার পাশে থেকেছেন সৌরভ। ব্যস্ততার মাঝেই হাসপাতালে পৌঁছে যেতেন তিনিও। সব্যসাচী নিজেই জানিয়েছিলেন সেকথা। বুধবার রাতে আচমকাই একটি ভুয়ো ফেসবুক পোস্ট ঘিরে সোশাল মিডিয়ায় হল্লা শুরু হয়েছিল। শ্রীতমা দে, শান্তনু নন্দী, রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের মতো সেলেবরাও সেই ভুয়ো পোস্টের জালে পা দিয়েছিলেন। কিন্তু, সেই সময় ফেসবুকে পোস্ট করেন সব্যসাচী। তিনি লিখেছিলেন, “আরও একটু থাকতে দাও ওকে…এসব লেখার অনেক সময় পাবে…”।
এই মন্তব্যের পরেই ভুয়ো খবর নিয়ে ভুল ভাঙে অনেকের। এক নেটিজেন লেখেন, “এভাবে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করার হেতু কি! একটা মেয়ে লড়ছে। প্রচণ্ডভাবে লড়ছে। ওর এই লড়াইয়ে পাশে থাকুন। আর সেটা না পারলে অন্ততপক্ষে বিভ্রান্তিকর খবর ছড়াবেন না।” উল্লেখ্য, গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর হাত অবশ হতে শুরু করে। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসারত ‘জিয়ন কাঠি’ খ্যাত এই অভিনেত্রী। আপাতত পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। বুধবার সকালে হার্ট অ্যাটাক হয় ঐন্দ্রিলার। ফলে বাড়ানো হয় ভেন্টিলেশনের মাত্রাও।
চিকিৎসকরা জানাচ্ছেন, ঐন্দ্রিলার মস্তিষ্কের যে অংশে অপারেশন করা হয়েছিল তার উলটো দিকে ক্লট জমছে। নতুন করে এখন অস্ত্রোপচার করা সম্ভব নয়। ঐন্দ্রিলার অ্যান্টিবায়োটিক বদল করা হচ্ছে বলেও জানাচ্ছেন চিকিৎসকরা। বুধবার হাওড়ার ওই বেসরকারি হাসপাতালে আসছিলেন ঐন্দ্রিলার পরিজনরা। লড়াকু মেয়েটার পাশে থাকার চেষ্টা করছেন ভক্তরাও। সকলকে প্রার্থনা করার জন্য আবেদন জানিয়েছিলেন সব্যসাচী। কোনও ‘মিরাকল’ -এর প্রতীক্ষায় ঐন্দ্রিলার প্রিয়জনরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।