স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৪ দিন বাকি। শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে লিওনেল স্কালোনির শীর্ষরা।
এই ম্যাচের টিকিট মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু কিন্তু যারা টিকিট পাননি, তারা এক মুহূর্তের জন্য প্রিয় খেলোয়াড় মেসিকে দেখতে দশগুণ বেশি দাম দিতে চাইলেও পাচ্ছেন না ম্যাচের টিকিট।
আবুধাবির মোহাম্মাদ বিন আবু জায়েদ স্টেডিয়ামে আসন সংখ্যা ২৪ হাজার। বাংলাদেশি মুদ্রায় এক হাজার টাকা মুল্য ছিল ম্যাচের টিকিট।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের এক প্রবাসী জানান, ম্যাচ টিকিটের জন্য মেসি ও আর্জেন্টাইন ভক্তরা হাহাকার করছে। টিকিটের দাম ১ হাজার হলেও ভক্তরা সেটা কিনতেছে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দামে। এরপরও টিকিট পাওয়া যাচ্ছে না।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
৩ হাজার ফুট পতাকা বানিয়ে চারদিকে হইচই ফেলে দিলো আর্জেন্টিনার ভক্তরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।