জুমবাংলা ডেস্ক: সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘মেসির প্রতি আমার দুর্বলতা রয়েছে। আজ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। মেসির ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে। জীবনে তার সফলতার মাত্রা অনেক বেশি, আজ জিতলেই ইতিহাস হয়ে যাবে।’
রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের যোগীতলা মাঠে গাজীপুর কমার্স কলেজের উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ খেলতে এসে তিনি এসব বলেন।
সুমন বলেন, ‘একটা দুঃখ! সেটা হলো, মেসির সামনে শুধু সফলতা আর বাংলাদেশের ফুটবলের সামনে ব্যর্থতার ইতিহাস। আমরা নিচে নামতে নামতে এমন হয়ে গেছে যে, ফুটবল যে আছে অথবা ভদ্র লোকের ছেলে যে ফুটবল খেলতে পারে সেটাই আমরা ভুলে গেছি।’
তিনি আরও বলেন, ‘ফুটবলকে আমরা এখন গবীর মানুষের খেলা বানিয়ে ফেলেছি। আমরা যখন বিদেশের সফলতার গল্প শুনি, পাশাপাশি যেন আমাদের ব্যর্থতার কথা উঠে আসে এবং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারি সেই চেষ্টাটাও থাকতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।