ফিফার অক্টোবর উইন্ডো চলাকালে দুই প্রীতি ম্যাচ খেলার চাপের মধ্যেও লিওনেল মেসি ফ্লোরিডার মাঠে হ্যাটট্রিকের মতো পারফরম্যান্স দেখালেন। আর্জেন্টিনার প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে অনুপস্থিত থাকলেও, মেসি তিন দিনের ব্যবধানে দ্বিতীয় ম্যাচে ইন্টার মায়ামির জোড়া গোল করে দলকে ৪-০ ব্যবধানে বড় জয় এনে দিলেন।
মেসি অনুপস্থিত থাকায় আর্জেন্টিনার ভেনেজুয়েলা ম্যাচ (১-০) সহজে জয় পেয়েছে, যা তার জন্য ভ্রমণ ও ক্লান্তি কমিয়েছে। তবে মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শেষ ম্যাচে মেসি স্কোরশিটে নাম তুলেছেন দুইবার। এদিন তার সঙ্গে গোল করেন জর্দি আলবা ও লুইস সুয়ারেজ।
মেসির প্রথম গোল আসে ৩৯ মিনিটে বালতাসার রদ্রিগেজের পাস থেকে বাঁ পায়ের বাঁকানো শটে। বিরতির পর সপ্তম মিনিটে স্কোরশিটে নাম তুলেছেন আলবা, চলতি মরসুমে তার ষষ্ঠ গোল। এছাড়া মায়ামিতে ৬৪ ম্যাচে আলবার ১১ গোল ও ২৭টি অ্যাসিস্ট পূর্ণ হলো।
৬১ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সুয়ারেজ। সাবেক উরুগুইয়ান তারকা বক্সের মাথায় ভাসমান বলে শট নিয়েছেন এবং এতে এবার তার ১০ গোল ও ১০ অ্যাসিস্ট পূর্ণ হলো। শেষ গোলটি করেন মেসি ৮৭ মিনিটে।
ম্যাচ শেষে মেসিকে পুরো পরিবার নিয়ে অভ্যর্থনা দিয়েছে মায়ামি। মেসির জোড়া গোল ও দলের নিখুঁত খেলা এই এমএলএস ম্যাচে ইন্টার মায়ামির জয়কে আরো আলো ছড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।