লাতিন আমেরিকা থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এখনও বিশ্বকাপ বাছাইয়ে মহাদেশীয় প্রতিটি দলের ৪টি করে ম্যাচ বাকি। জুনের ফিফা উইন্ডোতে দুটি করে ম্যাচ খেলবে কনমেবল অঞ্চলের দলগুলো। আসন্ন দুই ম্যাচের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। দল ঘোষণায় এবার তারা বেছে নিয়েছে অভিনব পন্থা।
এর আগে বিশ্বকাপের দল ঘোষণায় বেশ কয়েকটি ক্রিকেট দলকে সাধারণ নাগরিক কিংবা বিভিন্ন ক্ষেত্রে কর্মরতদের মাধ্যমে দল ঘোষণা করতে দেখা গেছে। আলবিলেস্তেরাও এবার হেঁটেছে সেই পথে। গত মার্চে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় ভয়াবহ বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু ও প্রায় ১২০০ মানুষ বাস্তুহারা হয়েছিল। তাদের স্মরণে বাহিয়ার নানা বয়স ও পেশার নাগরিকদের মুখেই এবার আর্জেন্টিনার স্কোয়াড প্রকাশ করা হয়েছে। যদিও সেখান থেকে কয়েকজন বাদ পড়বেন চূড়ান্ত দলে।
চলতি মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। এই দুই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরছেন মহাতারকা লিওনেল মেসি। গত মার্চে ফিফা উইন্ডোতে অ্যাডাক্টর পেশির ইনজুরির কারণে তাকে ছাড়াই নেমেছিল আর্জেন্টিনা। যদিও তাতে সমস্যা হয়নি হুলিয়ান আলভারেজ-লাউতারো মার্টিনেজদের। যেখানে তারা শক্তিশালী উরুগুয়ে ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারায়। সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার আগেই পরবর্তী বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়ে যায় আলবিলেস্তেদের।
আগামী ৬ জুন সকাল সফরকারী হিসেবে ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১১ জুন এই উইন্ডোর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি হবে আলবিলেস্তেদের ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মাস মনুমেন্তালে। আসন্ন দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে এসেছে দেশীয় ক্লাবে খেলা মারিয়ানো ট্রয়লো ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো’র। তবে জায়গা হয়নি নিকোলাস ডমিঙ্গোজ (ইনজুরি), আলেজান্দ্রো গার্নাচো, ভ্যালেন্টিন কাস্তেয়ানোস ও অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের (চোটের অস্বস্তি)।
চূড়ান্ত দলে জায়গা পেলে আসন্ন দুই ম্যাচে তিন তরুণ ফুটবলারের সুযোগ মিলে যেতে পারে। ট্রয়লো ও ফ্রাঙ্কো ছাড়াও কেভিন লোমোনাকো স্কালোনির প্রাথমিক দলে ডাক পেয়েছেন। এ ছাড়া এর আগে জাতীয় দলে ডাক পেলেও এখনও অভিষেক হয়নি ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার এনজো বারেনেচিয়ার। এবারও তিনি আছেন প্রাথমিক স্কোয়াডে। ঘোষিত দল থেকে কয়েকজনকে বাদ দিয়ে ম্যাচের কয়েকদিন আগে চূড়ান্ত স্কোয়াড দেওয়া হবে।
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড :
এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি, মারিয়ানো ট্রয়লো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মোলিনা, লিয়েনার্দো বালের্দি, ভ্যালেন্টিন বার্কো, জন ফয়েথ, কেভিন লোমোনাকো, নিকোলাস তালিয়াফিকো, ফাকুন্দো মেদিনা, লিয়েন্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, এনজো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিওস, থিয়েগো আলমাদা, নিকো পাজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, জিউলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.