স্পোর্টস ডেস্ক : নিউ ক্যালেদোনিয়া আর জাপানের মধ্যে ফুটবলের ঐতিহ্যে-ধারে-ভারে-মানে পার্থক্যটা বিশাল। সে দিক থেকে দেখলে ব্রাজিলের তুলনায় কঠিন প্রতিপক্ষই ছিল আর্জেন্টিনার। ব্রাজিল যেমন আজ জাকার্তায় নিউ ক্যালেদোনিয়াকে ৯ গোলে ভাসিয়েছে, আর্জেন্টিনার কাছ থেকে তেমন কিছু আশা করাই ভুল হতো। তবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ পশ্চিম জাভায় আর্জেন্টিনাও জিতেছে। ব্রাজিলের তিন ভাগের এক ভাগ গোল করেছে আর কী, আর্জেন্টিনার জয়টা ৩-১ গোলে।
টুর্নামেন্টে টিকে থাকতে ব্রাজিলের মতো আর্জেন্টিনারও আজ জয়টা ‘অবশ্যকর্তব্য’ ছিল। ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল ইরানের কাছে, আর্জেন্টিনাও তো বিশ্বকাপটা শুরু করেছিল সেনেগালের কাছে ২-১ গোলে হেরে। অনেকটা কাতার বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার মতোই আর কী, মেসিরাও তো বিশ্বকাপ শুরু করেছিলেন সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে। আর্জেন্টিনার তরুণদের বিশ্বকাপ শেষ পর্যন্ত তেমনই কাটবে কি না, সে প্রশ্ন আর্জেন্টিনার সমর্থকদের কল্পনাজগতের জন্য তুলে রাখা যাক। আপাতত দলটার জন্য আজ হিসাব ছিল, তাদের জিততেই হবে। সেটা করতে পেরেছেন ক্লদিও এচেভেরিরা।
গ্রুপে তাদের শেষ ম্যাচ আগামী শুক্রবার পোল্যান্ডের বিপক্ষে, যারা কিনা আজ সেনেগালের কাছে ৪-১ গোলে হেরেছে। প্রথম ম্যাচে জাপানের কাছেও হেরে যাওয়ায় পোল্যান্ডের বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেছে।
আর্জেন্টিনার শুরুটাই আজ হয়েছে স্বপ্নের মতো। ৫ মিনিটে জাপান বক্সের সামনে ফ্রি-কিক, পোস্ট থেকে প্রায় ২৫ গজ দূরে। ফ্রি-কিক নিতে এলেন আর্জেন্টিনার নাম্বার টেন ক্লদিও এচেভেরি। ডান পায়ের খেলোয়াড় হলেও তাঁর খেলার ধরন এবং প্লে-মেকিংয়ে দারুণ দক্ষতার কারণে তাঁকে ‘নতুন মেসি’ ডাকা হয় অনেক আগে থেকেই। আজ ফ্রি-কিকেও মেসিকেই মনে করিয়ে দিলেন এচেভেরি। তাঁর ধনুকবাঁকা ফ্রি-কিক ঢুকে গেল জালে!
তিন মিনিট পর আবার গোল আর্জেন্টিনার। ডান দিক থেকে স্নান্তিয়াগো লোপেস দারুণ পায়ের কাজে ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকলেন বক্সে, এরপর তাঁর কাটব্যাক ধরে বল জালে জড়িয়ে দিলেন ভালেন্তিনো আকুনিয়া।
দুই গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনার পাসিং ফুটবল নজর কেড়েছে। কিছু সুযোগও তৈরি করেছে, তবে তা কাজে লাগাতে পারেনি।
সেগুলোই আফসোস বাড়াল ৪৯ মিনিটে, এবার জাপানের গোল – ঠিক যেন আর্জেন্টিনার দ্বিতীয় গোলের অনুলিপি! শিবাতা দারুণ পায়ের কাজে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ঢুকে পড়লেন, তাঁর কাটব্যাক জালে জড়িয়ে দিলেন রেনতো তাকাওকা।
Claudio Echeverri’s free kick goal for Argentina U17 at the World Cup! 🇦🇷 pic.twitter.com/KL7YR0Bahv
— Roy Nemer (@RoyNemer) November 14, 2023
এরপর আর্জেন্টিনার এচেভেরির শট ঠেকিয়ে দেন জাপান গোলকিপার। ৮৬ মিনিটে কর্নার থেকে জাপান হেডে বল জালে জড়ালেও তা ফাউলের অভিযোগে বাতিল হয়। আর্জেন্টিনার তখন পয়েন্ট হারানোর শঙ্কা।
শঙ্কা কাটিয়ে জয় নিশ্চিত করা গোলটা এল যোগ করা দশ মিনিট সময়ের অষ্টম মিনিটে। বক্সের বাইরে থেকে শটে বল জালে জড়ান অগুস্তিন রুবের্তো। এ গোলে অবশ্য রুবের্তোর শটের চেয়ে জাপান গোলকিপারের বলের গতিপথ বুঝতে না পারার ‘অবদান’ই বেশি!
আর্জেন্টিনার তাতে কী! জিতেছে, তাতেই তারা সন্তুষ্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।