স্পোর্টস ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইউগভ’ এর জরিপ অনুসারে, ২০২১ সালে বিশ্বের সবচেয়ে প্রশংসিত ও সম্মানিত পুরুষদের মধ্যে ১২তম স্থানে আছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। গেল বছরের জরিপে সেরা বিশেই ছিলেন না টেন্ডুলকার।
তবে তালিকার ক্রীড়াবিদদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন টেন্ডুলকার। টেন্ডুলকার সামনে আছেন বিশ্ব ফুটবলের দুই তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
টেন্ডুলকারের পেছনে আছেন ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। শুধুমাত্র কোহলিকেই নয়, বলিউডের তারকা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকেও পেছনে ফেলেছেন লিটল মাস্টার।
গত বছরের জরিপ তালিকার প্রথম তিনে কোন পরিবর্তন হয়নি। সবার উপরে এবারও আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। দ্বিতীয়স্থানে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তৃতীয়স্থানে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
গত বছরের চেয়ে দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে রোনালদো। সাত নম্বরে আছেন মেসি। গত বছরের চেয়ে চার ধাপ এগিয়েছেন মেসি।
এই বছর ৩৮টি দেশ-অঞ্চলের ৪২ হাজারেরও বেশি মানুষকে নিয়ে জরিপটি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।