মেসেজ ডিলিট ফিচারে নতুন যে সুবিধা যুক্ত করছে হোয়াটসঅ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বর্তমানে মেসেজিং অ্যাপ্লিকেশনের মধ্যে বেশ জনপ্রিয় মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। বিশ্বব্যাপী অ্যাপটির ২ বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। ব্যবহারকারীদের সুবিধার্থে এখন পর্যন্ত বেশকিছু ফিচার যুক্ত করেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। অনলাইনে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী মেসেজ ডিলিট ফিচারে পরিবর্তন আনতে যাচ্ছে প্লাটফর্মটি। খবর টাইমস অব ইন্ডিয়া।

মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্মটি ডিলিট ফর এভরিওয়ান ফিচারে মেসেজ ডিলিটের সময়সীমা ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড থেকে উন্নীত করে ২ দিন ১২ ঘণ্টায় নিয়ে যেতে কাজ করছে।

FILE PHOTO: The WhatsApp messaging application is seen on a phone screen August 3, 2017. REUTERS/Thomas White

ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনে শিগগিরই ডিলিট ফর এভরিওয়ানের আপডেটেড সময়সীমার পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। অর্থাৎ ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা দুদিন পরও যেকোনো মেসেজ চিরতরে মুছে দিতে পারবে। ডিলিট করার পর ব্যবহারকারীদের কাছে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড লেখা নোটিফিকেশন পৌঁছে যাবে।

২০১৮ সালে হোয়াটসঅ্যাপ ডিলিট ফর এভরিওয়ান ফিচারটি চালু করেছিল। চালুর সময় প্লাটফর্মটি ব্যবহারকারীদের মেসেজ পাঠানোর ৭ মিনিটের মধ্যে চিরতরে মুছে ফেলার সুবিধা দিয়েছিল। পরবর্তী সময়ে প্লাটফর্মটি ডিলিটের সময় ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ডে উন্নীত করে। ফলে এটি মেসেজ ডিলিটের সময় বাড়ানোর ব্যাপারে হোয়াটসঅ্যাপের প্রথম পদক্ষেপ নয়।

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভয়েস রেকর্ডিং থামানো ও চালু করার জন্য হোয়াটসঅ্যাপ নতুন ফিচার চালু করেছে বলে জানা গেছে। তবে শুধু হোয়াটসঅ্যাপ ওয়েবের বেটা ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছে বলে জানা গেছে। এর আগে বেটা ব্যবহারকারীরা ভয়েস নোট পাঠানোর আগে সেগুলো শোনার সুবিধা পেতেন।

WhatsApp: চ্যাট বক্স ওপেন না করেই শোনা যাবে ভয়েস মেসেজ