বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জোর গুঞ্জন চলছে যে মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপেও ‘মেসেজ রিঅ্যাকশনস’ ফিচার যোগ হচ্ছে। ফিচারটি বাজারে এলে, মেসেঞ্জার, স্ন্যাক বা ডিসকর্ডের মেসেজিং সেবার মতো ইমোজি দিয়েই বন্ধুদের মেসেজে ‘রিঅ্যাক্ট’ করতে পারবেন ব্যবহারকারীরা।
চলতি বছরের আগস্ট মাসে হোয়াটসঅ্যাপে ‘মেসেজ রিঅ্যাকশনস’ ফিচার যোগ হচ্ছে বলে খবর রটেছিল। জানা গেছে, ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট, উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে ‘মেসেজ রিঅ্যাকশনস’ ফিচার। ‘রিঅ্যাক্ট’ করার ক্ষেত্রে নাম গোপনের কোনো সুযোগ পাবেন না ব্যবহারকারী। তবে নতুন ফিচারটির কিছু সীমাবদ্ধতাও আছে।
মেসেজে একবারের বেশি ‘রিঅ্যাক্ট’ করতে পারবেন না ব্যবহারকারী। এক্ষেত্রে ব্যবহারকারী কেবল ছয়টি ইমোজি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, বিপুলসংখ্যক ইমোজি থেকে নিজের পছন্দমতো ইমোজি বেছে নিয়ে বা ‘কাস্টোম রিঅ্যাকশন’-এর জন্য ইমোজি বেছে নেওয়ার সুযোগ পাবেন না ব্যবহারকারী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।