Advertisement
নিহত মনিরা খাতুন (২৩) ওই গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী ছিলেন। তিন/চার মাস আগে তাদের বিয়ে হয় বলে জানা যায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, বাবুখালি ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের আরিফ মুন্সির মেয়ে মনিরা খাতুনের সঙ্গে একই ইউনিয়নের জিয়ারুল ইসলামের তিন/চার মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন এ নবদম্পতি। এরই জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
মরদেহ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।