মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর এক কলেজ ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় অপহরণকারীরা।

উদ্ধার হওয়া কলেজছাত্রের নাম মাহিদ হোসেন। তিনি মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের চাকরিজীবী আমির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মুজিবনগর উপজেলার কোমরপুর এলাকা থেকে মাহিদ হোসেনকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। অপহরণের পরপরই অপহরণকারীরা মাহিদের পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে।
অপহরণের খবর পেয়ে মেহেরপুর জেলা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খানের নেতৃত্বে মুজিবনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে অংশ নেয়।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার বিশ্বাস জানান, অপহরণকারীরা মাহিদের মামার মোবাইল ফোনে মুক্তিপণ নিয়ে কথোপকথন চালাচ্ছিল। তাদের নির্দেশ অনুযায়ী মুক্তিপণের টাকা দিতে টেংরামারী গ্রামের একটি মাঠে যেতে বলা হয়। এ সময় পুলিশ কৌশলে তাদের পিছু নেয়।
রাত আনুমানিক দুইটার দিকে টেংরামারী গ্রামের একটি মাঠে অভিযানের একপর্যায়ে টর্চলাইটের আলোতে পুলিশকে দেখে ফেলে অপহরণকারীরা। তখন তারা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় এবং অপহৃত মাহিদ হোসেনকে চোখ ও হাত বাঁধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাহিদ হোসেনকে উদ্ধার করে। তিনি বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


