মোটরসাই‌কেল চোর‌ সন্দেহে ২ জনকে গণধোলাই

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার দরগ্রাম এলাকায় শুক্রবার সকা‌লে মোটরসাই‌কেল চোর‌ সন্দেহে দুই যুবককে গণধোলাই দি‌য়ে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছে এলাকাবাসী। এ ঘটনায় তাদের কাছ থেকে এক‌টি চোরাই মোটর সাই‌কেল উদ্ধার করা হ‌য়ে‌ছে।

আটককৃত দুই চোর সাটু‌রিয়া উপ‌জেলার দরগ্রাম ইউ‌নিয়নের টেবা‌রিয়া এলাকার আবুল বাশার এর পুত্র টিপু সুলতান (২৬) ও একই এলাকার আবুল এর পুত্র জ‌নি মিয়া (২২)।

জানা গে‌ছে, আটক দুই চোর টাংগাইল থে‌কে (ঢাকামে‌ট্রো- ল ৩৬- ৭৫১৫) নম্বরের এক‌টি মোটর সাই‌কেল চু‌রি ক‌রে তা‌দের গ্রাম সাটু‌রিয়া উপ‌জেলায় দরগ্রাম এলাকায় নি‌য়ে আ‌সে। শুক্রবার সকা‌লে স্থানীয় লোকজন বিষয়টি আচ করতে পে‌রে তা‌দের আটক ক‌রে গণধোলাই দেয়।

খবর পে‌য়ে পু‌লিশ গি‌য়ে তা‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্য সাটু‌রিয়া উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি ক‌রে। সাটুরিয়া থানা‌র এসআই মোক্তার ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, ‘খবর পে‌য়ে চোরাই মোটরসাই‌কেলসহ দুই চোর‌কে উদ্ধার করা হয়। আহত দুই চোর‌কে সাটু‌রিয়া উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি ক‌রে চি‌কিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সাটু‌রিয়া থানায় মামলা দা‌য়ে‌রের প্রক্রিয়া চল‌মান।’

আবরার হত্যায় ২০ জনের ফাঁসি: রায় শুনে যেমন ছিলেন আসামিরা