জুমবাংলা ডেস্ক : একই রঙয়ের শাড়ি পরে নৌকা মার্কার পক্ষে পোলিং এজেন্টের দায়িত্ব পালন ও প্রচারণা করছেন একদল নারী।
শনিবার দুপুরে রাজধানীর উত্তারার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ ভোট কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা যায়।
তারা সবাই নিজেদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কর্মী বলে দাবি করেন। এরা হলেন- ইতি খোন্দকার, ফারাজানা তাহারী, নিগার খান, জোছনা পারভিন, তাসনিমা ও আসফিয়া জামান। এদের মধ্যে কেউ কেউ এ প্রতিষ্ঠানের শিক্ষক ও কেউ কেউ পরিচালনা কমিটির সদস্য।
তারা সবাই বলেন, ‘শাড়িগুলো নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম দিয়েছেন। আমরা তার পক্ষে কাজ করছি। আশা করছি তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। আমরাসহ অনেককেই তিনি এই রঙয়ের শাড়ি দিয়েছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


