জুমবাংলা ডেস্ক: ভোজ্য তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুষ্টি সয়াবিনকে মেয়াদোত্তীর্ণ তেল বাজারজাতকরণের দায়ে ৭৫ লাখ টাকা জরিমানা করেছেন র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।
রবিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পুষ্টি সয়াবিনের একটি কারখানায় র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সারওয়ার আলম বলেন, ‘সুপার অয়েল রিফাইনারি লিমিটেডে (পুষ্টি সয়াবিন তেল প্রস্তুতকারক) অভিযানে গেলে দেখা যায়, বাজারের অবিক্রীত মেয়াদোত্তীর্ণ তেল ফেরৎ এনে পাইপলাইনে ঢুকিয়ে নতুন করে বোতলজাত করছে , যা সত্যিই অবিশ্বাস্য এবং কষ্টকর।’
তিনি আরও বলেন, ‘এসব তেল পরে কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে পরীক্ষা করে দেখা যায়, যার আশি ভাগ রাসায়নিক পদার্থের মেয়াদোত্তীর্ণ হয়েছে কয়েক বছর আগে। আর এসব অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করে হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।