আন্তর্জাতিক ডেস্ক : ১৯ বছরের ব্রিটিশ তরুণী ইমার উচ্চতা ছয় ফুট পাঁচ ইঞ্চি। তিনি যে জুতা জোড়া পরেন, তাঁর সাইজ ১৪। সমস্যা হচ্ছে, কোনো দোকানেই তিনি তাঁর সাইজের জুতা খুঁজে পান না। সব সময় অর্ডার দিয়ে জুতা বানিয়ে নিতে হয়। সম্প্রতি জানা গেছে, সমগ্র ইউরোপে ইমাই একমাত্র তরুণী, যিনি এই সাইজের জুতা পরেন। সে হিসেবে, এই মুহূর্তে সবচেয়ে বড় পায়ের পাতার অধিকারী ইমা।
ইমা বলেন, ‘কোনো দোকানে গিয়ে আমি আমার পায়ের সাইজের জুতা পেতাম না। এতে সব সময় বিরক্ত হতাম। তবে ইউরোপে আমার পা সবচেয়ে বড় জানার পর কেমন যেন ভালো লাগছে। মনে হচ্ছে, আমি একটা বিশ্বরেকর্ড করে ফেলেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


